মেহেন্দির অনুষ্ঠানে গোলাপি লেগেঙ্গায় মোহময়ী রানা দগ্গুবাতির হবু স্ত্রী মাহিকা

Fri, 07 Aug 2020-10:39 pm,

8 অগস্ট, শনিবারই সাতপাকে বাঁধা পড়ছেন মিহিকা বাজাজ ও রানা দগ্গুবাতি। শুক্রবার হয়ে গেল রানা-মিহিকার মেহেন্দি-সঙ্গীত সেরিমনি। সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল মিহিকা। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল মাহিকার টিকলি। জানা যাচ্ছে ১৮ ক্যারট গোল্ড আর মুক্তর গয়নায় তৈরি তাঁর ওই টিকলি। তাঁর কানের ঝুমকো তৈরি ২২ ক্যারট সোনা দিয়ে।

(ছবি- ইনস্টাগ্রাম)

8 অগস্ট, শনিবারই সাতপাকে বাঁধা পড়ছেন মিহিকা বাজাজ ও রানা দগ্গুবাতি। শুক্রবার হয়ে গেল রানা-মিহিকার মেহেন্দি-সঙ্গীত সেরিমনি। সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল মিহিকা। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল মাহিকার টিকলি। জানা যাচ্ছে ১৮ ক্যারট গোল্ড আর মুক্তর গয়নায় তৈরি তাঁর ওই টিকলি। তাঁর কানের ঝুমকো তৈরি ২২ ক্যারট সোনা দিয়ে।

(ছবি- ইনস্টাগ্রাম)

8 অগস্ট, শনিবারই সাতপাকে বাঁধা পড়ছেন মিহিকা বাজাজ ও রানা দগ্গুবাতি। শুক্রবার হয়ে গেল রানা-মিহিকার মেহেন্দি-সঙ্গীত সেরিমনি। সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল মিহিকা। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল মাহিকার টিকলি। জানা যাচ্ছে ১৮ ক্যারট গোল্ড আর মুক্তর গয়নায় তৈরি তাঁর ওই টিকলি। তাঁর কানের ঝুমকো তৈরি ২২ ক্যারট সোনা দিয়ে।

(ছবি- ইনস্টাগ্রাম)

8 অগস্ট, শনিবারই সাতপাকে বাঁধা পড়ছেন মিহিকা বাজাজ ও রানা দগ্গুবাতি। শুক্রবার হয়ে গেল রানা-মিহিকার মেহেন্দি-সঙ্গীত সেরিমনি। সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল মিহিকা। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল মাহিকার টিকলি। জানা যাচ্ছে ১৮ ক্যারট গোল্ড আর মুক্তর গয়নায় তৈরি তাঁর ওই টিকলি। তাঁর কানের ঝুমকো তৈরি ২২ ক্যারট সোনা দিয়ে।

(ছবি- ইনস্টাগ্রাম)

8 অগস্ট, শনিবারই সাতপাকে বাঁধা পড়ছেন মিহিকা বাজাজ ও রানা দগ্গুবাতি। শুক্রবার হয়ে গেল রানা-মিহিকার মেহেন্দি-সঙ্গীত সেরিমনি। সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল মিহিকা। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল মাহিকার টিকলি। জানা যাচ্ছে ১৮ ক্যারট গোল্ড আর মুক্তর গয়নায় তৈরি তাঁর ওই টিকলি। তাঁর কানের ঝুমকো তৈরি ২২ ক্যারট সোনা দিয়ে।

(ছবি- ইনস্টাগ্রাম)

8 অগস্ট, শনিবারই সাতপাকে বাঁধা পড়ছেন মিহিকা বাজাজ ও রানা দগ্গুবাতি। শুক্রবার হয়ে গেল রানা-মিহিকার মেহেন্দি-সঙ্গীত সেরিমনি। সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল মিহিকা। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল মাহিকার টিকলি। জানা যাচ্ছে ১৮ ক্যারট গোল্ড আর মুক্তর গয়নায় তৈরি তাঁর ওই টিকলি। তাঁর কানের ঝুমকো তৈরি ২২ ক্যারট সোনা দিয়ে।

(ছবি- ইনস্টাগ্রাম)

8 অগস্ট, শনিবারই সাতপাকে বাঁধা পড়ছেন মিহিকা বাজাজ ও রানা দগ্গুবাতি। শুক্রবার হয়ে গেল রানা-মিহিকার মেহেন্দি-সঙ্গীত সেরিমনি। সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল মিহিকা। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল মাহিকার টিকলি। জানা যাচ্ছে ১৮ ক্যারট গোল্ড আর মুক্তর গয়নায় তৈরি তাঁর ওই টিকলি। তাঁর কানের ঝুমকো তৈরি ২২ ক্যারট সোনা দিয়ে।

(ছবি- ইনস্টাগ্রাম)

8 অগস্ট, শনিবারই সাতপাকে বাঁধা পড়ছেন মিহিকা বাজাজ ও রানা দগ্গুবাতি। শুক্রবার হয়ে গেল রানা-মিহিকার মেহেন্দি-সঙ্গীত সেরিমনি। সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল মিহিকা। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল মাহিকার টিকলি। জানা যাচ্ছে ১৮ ক্যারট গোল্ড আর মুক্তর গয়নায় তৈরি তাঁর ওই টিকলি। তাঁর কানের ঝুমকো তৈরি ২২ ক্যারট সোনা দিয়ে।

(ছবি- ইনস্টাগ্রাম)

8 অগস্ট, শনিবারই সাতপাকে বাঁধা পড়ছেন মিহিকা বাজাজ ও রানা দগ্গুবাতি। শুক্রবার হয়ে গেল রানা-মিহিকার মেহেন্দি-সঙ্গীত সেরিমনি। সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল মিহিকা। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল মাহিকার টিকলি। জানা যাচ্ছে ১৮ ক্যারট গোল্ড আর মুক্তর গয়নায় তৈরি তাঁর ওই টিকলি। তাঁর কানের ঝুমকো তৈরি ২২ ক্যারট সোনা দিয়ে।

(ছবি- ইনস্টাগ্রাম)

8 অগস্ট, শনিবারই সাতপাকে বাঁধা পড়ছেন মিহিকা বাজাজ ও রানা দগ্গুবাতি। শুক্রবার হয়ে গেল রানা-মিহিকার মেহেন্দি-সঙ্গীত সেরিমনি। সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপি লেহেঙ্গায় মোহময়ী দেখাচ্ছিল মিহিকা। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল মাহিকার টিকলি। জানা যাচ্ছে ১৮ ক্যারট গোল্ড আর মুক্তর গয়নায় তৈরি তাঁর ওই টিকলি। তাঁর কানের ঝুমকো তৈরি ২২ ক্যারট সোনা দিয়ে।

(ছবি- ইনস্টাগ্রাম)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link