Ranbir-Alia | Raha: রাজ কাপুরের সঙ্গে চোখের অদ্ভুত মিল! প্রকাশ্যে রণবীর-আলিয়ার মেয়ে রাহার ছবি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিসমাসে প্রকাশ্যে এল রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুরের ছবি।
সম্প্রতি এক বছরের জন্মদিন পার করেছে রাহা।
জন্মদিনে মেয়ের শুধু হাতের ছবিই পোস্ট করেছিলেন আলিয়া।
এবার ক্রিসমাসের সকালে প্রকাশ্যে আনলেন মেয়েকে।
প্রত্যেকবছরই ক্রিসমাসের দুপুরে এক ছাদের তলায় জমায়েত হয় পুরো কাপুর পরিবার। ক্রিসমাস ব্রাঞ্চে একই সঙ্গে দেখা যায় সবাইকে।
এবারও সেইমতো আয়োজন করা হয়েছে সেই ক্রিসমাস ব্রাঞ্চ। সেখানে যাওয়ার আগেই পাপারাৎজিদের সঙ্গে মেয়ে রাহার পরিচয় করালেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
সাদা রঙের শর্ট ড্রেস ও লাল রঙের জুতোতে নজর কেড়েছে ছোট্ট রাহা।
আগেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন রাহা। তবে সেই সময় সবাইকে ছবি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন আলিয়া।
কথা রেখেছিলেন পাপারাৎজিরা। এদিন রণবীর আর আলিয়া নিজেরাই প্রকাশ্যে আনেন মেয়ের ছবি।
এত ক্যামেরা দেখে একটু চমকেই যায় ছোট্ট রাহা। পাপারাৎজিদের চুপ থাকতে অনুরোধ করেন রণবীর। এদিন আলিয়া ও রণবীরকে শুভেচ্ছা জানান পাপারাৎজিরা।
রাহার ছবি প্রকাশ্যে আসতেই তার চোখ ও ভ্রু-এর সঙ্গে নেটিজেনরা মিল খুঁজে পান তাঁর বাবার দাদু রাজ কাপুরের।
রাজ কাপুরের মতোই রাহার মণির রঙ হালকা নীল, এমনকী ভ্রু-এর আকারও একই রকমের।