স্কুলের পোশাকে `রাণী রাসমণি` দিতিপ্রিয়া
Zee বাংলার 'রাণী রাসণি' ধারাবাহিকটি এই মুহূর্তে নতুন দিকে মোড় নিয়েছে। স্বামী রাজচন্দ্র দাসের মৃত্যুর পর বদলে গেছে রাণীর রূপ। বিধবার বেশে প্রতিভাত হয়েছেন রাণী।
দশম শ্রেণী পর্যন্ত গঙ্গাপুরি শিক্ষা সদন ফর গার্লস স্কুলেই পড়াশোনা করেছে দিতিপ্রিয়া রায়। সেই ছবি শেয়ার করেছে দিতিপ্রিয়ার বন্ধু।
দর্শকদের সেই প্রিয় 'রাণী রাসমণি' দিতিপ্রিয়া কিন্তু আদপে স্কুল পড়ুয়া। তাঁর পুরনো স্কুল অর্থাৎ গঙ্গাপুরি শিক্ষা সদন ফর গার্লস স্কুলের ছাত্রী ছিল দিতিপ্রিয়া। সম্প্রতি তাঁরই এক বন্ধু দিতিপ্রিয়ার স্কুলে দোল খেলার ছবি শেয়ার করেছে।
স্কুলে বন্ধুদের সঙ্গে দিতিপ্রিয়া রায়।
মাধ্যমিক পাশ করার পর দিতিপ্রিয়া অবশ্য এই মুহূর্তে পাঠভবনের ছাত্রী।
পাঠভবন স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দিতিপ্রিয়া রায়।
এই মুহূর্তে দিতিপ্রিয়া তাঁর বাবা-মায়ের সঙ্গে রাণীকুঠি সংলগ্ন গাছতলা এলাকায় থাকেন। সেখানেই ফ্ল্যাট কিনেছেন তিনি।
বৃহস্পতিবার নিজের অ্যাপার্টমেন্টের ছাদে বন্ধুদের সঙ্গে দোল খেলতেও দেখা গেছে দিতিপ্রিয়াকে।