Ranu Mandal: হিমেশ রেশামিয়ার পর এবার সিধুর সুরে প্লেব্যাক করবেন রানু মন্ডল
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়া রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছিল রানাঘাটের বাসিন্দা রানু মন্ডলকে ( Ranu Mondal)। এবার তাঁর জীবন নিয়েই তৈরি হচ্ছে নতুন ছবি 'মিস রানু মারিয়া'।
এই ছবির সংগীত পরিচালনা করবেন সিধু। তাঁর তত্ত্বাবধানেই প্লেব্যাক করবেন রানু মন্ডল।
ছবিটি পরিচালনা করবেন হৃষীকেশ মন্ডল (Hrishikesh Mondal)। পরিচালক হৃষিকেশ মন্ডল এবং সংগীত পরিচালক সিধু পৌঁছে গিয়েছিলেন রানাঘাটে রানু মন্ডলের বাড়িতে। সেখানেই চলল প্র্যাকটিস।
হিন্দি ভাষায় তৈরি এই ছবিতে রানু মন্ডলের চরিত্রে অভিনয় করছেন ঈশিকা দে (Eshika Dey)।
বলিউডের মিউজিক ডিরেক্টর হিমেশ রেশমিয়ার পর বাংলার কোনো মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করবেন রানু মন্ডল।
ছবির চারজন মিউজিক ডিরেক্টর। সুরজিৎ চ্যাটার্জী, সিদ্ধার্থ রায় ওরফে সিধু, নীলাকাশ রায়, সন্দীপ কর। গান গেয়েছেন সুরজিৎ চ্যাটার্জী, সিদ্ধার্থ রায়, শ্রীরাধা ব্যানার্জি , অঙ্কিতা ভট্টাচার্য্য, প্রশমিতা পাল, শুভশ্রী, সায়ন্তনী, বাবুল সুপ্রিয় ও রানু মন্ডল নিজেও। প্রসঙ্গত এই হিন্দি ছবির সুবাদে সিধু ও সুরজিৎ চ্যাটার্জী বলিউডে অভিষেক করছেন মিউজিক ডিরেক্টর হিসেবে।