Ranveer-Deepika Photo: আমেরিকার জঙ্গলে একান্তে রণবীর-দীপিকা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি ছুটি কাটাতে আমেরিকায় গিয়েছিলেন রণবীর ও দীপিকা। উপলক্ষ্য ছিল রণবীরের জন্মদিন। আমেরিকার পাহাড়ে-জঙ্গলে একান্তে সময় কাটাচ্ছিলেন দীপবীর। দীপবীরের অবসরের কিছু একান্ত মুহূর্ত এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রণবীর নিজেই। মুহূর্তে ভাইরাল সেই ছবি.
নিভৃতে জঙ্গলে সময় কাটালেন দীপবীর। জঙ্গলের মধ্যে দিয়েই বয়ে চলেছে নদী। রোমান্টিক পরিবেশে একান্তে সময় কাটালেন তারকা জুটি।
বেশ ভালোই ঠান্ডা ছিল তাঁদের লোকেশনে। কালো একই রকম পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন দুজনে। চোখ ছাড়া গোটা শরীরই ঢেকে ফেলেছেন দুজনে।
সাইকেল নিয়ে আমেরিকার অজানা গ্রামে ঘুরে বেরিয়েছেন দীপিকা রণবীর।
আমেরিকার জঙ্গলে চুটিয়ে মজা করেছেন তারকা জুটি। ছবিতে দীপিকার হাসিই তা জানান দিচ্ছে।
জন্মদিনেই সমুদ্রে সৈকত থেকে ছবি পোস্ট করেছিলেন রণবীর। তাঁর এই ছবি উসকে দিল সেই ছবির স্মৃতি।
বেড়াতে গিয়ে লোকাল ফুড চেখে দেখেন দীপবীর।