Ranveer Singh-Deepika Padukone Daughter: রণলিয়ার পথেই হাঁটলেন দীপবীর! ক্যামেরায় প্রথম মুখ দেখালেন সন্তানের...

Mon, 23 Dec 2024-9:58 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। চলতি বছরই ৮ সেপ্টেম্বর তাঁদের কোলে এসেছে কন্যা সন্তান। জন্মের কিছুদিন পর মেয়ের নাম প্রকাশ্য এনেছিলেন এই তারকা দম্পতি। নাম রাখেন, দুয়া পাডুকোন সিং। নাম প্রকাশ্য়ের সঙ্গে দুয়ার পায়ের ছবিও পোস্ট করেন তাঁরা। 

এবার রণবীর-দীপিকা প্রকাশ্য আনলেন ছোট দুয়াকে। সম্প্রতি এই তারকা দম্পতি পাপারাৎজিদের একটি বিশেষ অনুরোধ পূরণ করলেন। প্রথমবার তাঁরা তাদের মেয়ের দুয়ার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন। জানা গিয়েছে, সোমবার রণবীর এবং দীপিকা তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন পাপারাৎজিদের। সেখানেই তাঁরা তাঁদের মেয়ের সঙ্গে আলাপ করান।

তবে পাপারাৎজিদের একটাই অনুরোধ যে, মেয়ের ছবি তাঁরা তুলতে পারবেন না। তবে বোঝাই যাচ্ছে, রণবীর-দীপিকা খুব তাড়াতাড়ি তাঁদের একরত্তিকে সকলের সামনে আনতে চলেছেন।

এদিন দীপিকার পরনে ছিল বেইজ গাউন। অন্যদিকে রণবীর সিংয়ের পরনে ছিল অফ হোয়াইট পোশাক।

একাধিক পোজে প্যাপদের সামনে ছবি তুলেছেন রণবীর-দীপিকা। নিজেদের ব্যস্ত রুটিনের মধ্যেই তাঁরা চুটিয়ে পেরেন্টহুড জীবন কাটাচ্ছেন।

প্রসঙ্গত, দীপাবলিতে মেয়ের পায়ের ছবি শেয়ার করেছিলেন দীপিকা। সেখানে দেখা যায় একরত্তির পরনে লাল রঙের জড়ির পারের সালোয়ার। নাম জানানোর সঙ্গে অভিনেত্রী লেখেন, 'দুয়া মানে প্রার্থনা। ও আমাদের প্রার্থনার উত্তর। আমাদের মন ভালোবাসায় আর আন্তরিকতায় ভরে উঠেছে।'  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link