কপিল দেবের ভূমিকায় রনবীর সিং, শুনে সচিন তেণ্ডুলকর যা প্রথম যা বলেছিলেন...
সিনেমার নাম ৮৩। যাতে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রনবীর সিং। অর্থাত্, রিল লাইফে এবার কপিল দেব হচ্ছেন রনবীর।
৮৩ নিয়ে একাধিক খবর বেরিয়েছে আগেই। ফলে এটা পাঠকদের কাছে নতুন কিছু নয়। সেই সিনেমার প্রেক্ষাপটও প্রায় সবার জানা। ভারতীয় দলের ১৯৮৩ বিশ্বকাপ জয়। বিশ্বজয়ের আগে দলের প্রতিটি সদস্যকে জীবনের কেমন ঘাত-প্রতিঘাতির মধ্য দিয়ে যেতে হয়েছে, এ সিনেমা সেসব তুলে ধরবে।
রনবীর সিং এর আগে জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে কপিল দেবের মতো হাঁটাচলা, কথাবার্তা, আচার-ব্যবহার নকল করত শুরু করেছেন। এমনকী, জানুয়ারি থেকে তিনি কপিল দেবের মতো বোলিং অ্যাকশন শিখতেও শুরু করবেন!
কপিল দেবের মতো অ্যাকশন! ব্য়াপারটা যে প্রচণ্ড কঠিন সেটা আগেই আন্দাজ করতে পেরেছেন রনবীর। অকপট স্বীকারও করেছেন সে কথা। হরিয়ানা হ্যারিকেন-এর বোলিং অ্যাকশন নকল করা কী আর এতই সহজ!
এবার রনবীর সেই বোলিং অ্যাকশনের কথা বলতে গিয়ে একখানা গল্প বলে ফেললেন। যেবার তিনি সচিন তেণ্ডুলকরকে প্রথমবার বলেছিলেন যে তিনি কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে চলেছেন! শুনে সচিন কী বলেছিলেন? জানালেন রনবীর।
রনবীর বলছিলেন, "লর্ডসে একটা টেস্ট ম্যাচ দেখতে গিয়েছিলাম। কিন্তু বৃষ্টির জন্য একটা বলও খেলা হয়নি। তখন সচিন তেণ্ডুলকরের সঙ্গে দেখা হয়েছিল। ওঁকে বললাম আমি কপিল দেবের নাম ভূমিকায় অভিনয় করছি। শুনে উনি প্রথমেই বললেন, ওঁর বোলিং অ্যাকশন নকল করা তো খুব কঠিন! তুমি কি নিজেই বোলিং করবে! ওঁর মতো?"