নব বধূ দীপিকাকে স্বাগত জানাতে সেজে উঠেছে মুম্বইয়ে রণবীরের বাড়ি, দেখুন ছবি
ইতালির লেক কোমোতে সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-দীপিকা। মুম্বই ও বেঙ্গালুরু- দু'জায়গায় অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই নব বধূকে স্বাগত জানাতে সেজে উঠেছে মুম্বইয়ে রণবীরের বাংলো।
রণবীং সিংয়ের বাড়ির প্রবেশপথ সেজে উঠেছে আলোয়।
আর কয়েকদিন পরেই মুম্বই ফিরবেন নব দম্পতি। তারপর রণবীরের বাড়িতে যাবেন দীপিকা।