ওড়িশায় দেখা গেল অদ্ভুত দেখতে বাদুড়! বিরল প্রজাতি, বলছে বন দফতর

Thu, 27 Aug 2020-12:06 pm,

ওড়িশর গুনপুরে দেখা গল অদ্ভুত দেখতে বাদুড়। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, বিরল প্রজাতির বাদুড় এটি। বন বিভাগের এক আধিকারিক এদিন এই বাদুড়ের ছবি পোস্ট করেন। 

জানা গিয়েছে বিশেষ প্রজাতির এই বাদুড়ের নাম পেইন্টেড ব্যাট। ভারত ছাড়াও বেশ কয়েকটি দেশে দেখা যায় এি প্রজাতির বাদুড়। এমনকী চিনেও খোঁজ পাওয়া যায় বাদুড়ের এই প্রজাতির। 

আমরা সাধারণত কালো রঙের বাদুড় দেখে অভ্যস্ত। কিন্তু এই প্রজাতির বাদুড়ের রঙ একেবারে আলাদা। হলুদ, কালো রঙের এই বাদুড় ছবিতে দেখলে মনে হবে কেউ যেন এঁকে দিয়েছে। 

 

Have you ever seen this-the Painted bat. Today’s images from Gunpur, Odisha. Found in India & some of the adjoining countries , including China It is found in arid woodland and is fairly uncommon. pic.twitter.com/ZNFWjOczF8

— Susanta Nanda IFS (@susantananda3) August 26, 2020

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাদুড় থেকেই করোনাভাইরাস ছড়াতে শুরু করেছিল। তার পর থেকে বাদুড় এখন সবার কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

এর আগে একই প্রজাতির বাদুড় দেখা গিয়েছিল কেরলে। এই প্রজাতির বাদুড় সাধারণত ছোট পোকামাকড় খায়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link