ফ্রেমবন্দি `চাঁদনি` মুহূর্ত
১৯৬৩ সালের ১৩ অগাস্ট তত্কালীন মাদ্রাজ রাজ্যের শিবকাশীতে জন্ম হয় শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপানের
সেদিনের সেই শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপান-ই পরবর্তীকালে হয়ে ওঠে ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রী'দেবী'
শিশু অবস্থা থেকেই যেন কথা বলত তাঁর চোখ!
বলিউডে পাকাপাকিভাবে আত্মপ্রকাশের আগে তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন এই দাপুটে অভিনেত্রী
১৯৭৫-এ 'জুলি' ছবিতে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখে ছোট্ট শ্রীদেবী
বলিউডে শ্রীদেবী সুপারডুপার হিট ছবিগুলির মধ্যে রয়েছে 'সদমা', 'চাঁদনি', 'চালবাজ', 'মিস্টার ইন্ডিয়া', 'নাগিনা'
রেখা ও বিনোদ খন্নার সঙ্গে শ্রীদেবী
মাত্র ১৩ বছর বয়সে তামিল ছবি 'মুন্দ্রু মুদিচু' (১৯৭৬)-তে রজনীকান্তের সত্ মায়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কু়ড়িয়েছিলেন কিশোরী শ্রী।
১৯৮০ থেকে ১৯৯০, বলিউড কাঁপিয়েছিল এই জুটি। শ্রী-অনিল জুটির ১৬টি ছবির মধ্যে ১৩টি-ই বক্সঅফিসে সুপারহিট।
কমল হাসানের সঙ্গে জুটি বেঁধেই সবচেয়ে বেশি সংখ্যক তামিল ছবি করেছেন শ্রী।
প্রায় এক দশকের উপর বলিউড থেকে দূরে থাকার পর, ২০১২ সালে 'ইংলিশ ভিংলিশ' ছবিতে কামব্যাক করেন শ্রীদেবী।
২০১৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শ্রীদেবী
শ্রীদেবীর মৃত্যুর মাত্র ২০ মিনিট আগেই অমিতাভ বচ্চন টুইটারে লেখেন, "एक अजीब सी घबराहट हो रही है" (একটা অদ্ভূত অস্বস্তি হচ্ছে আমার)
চলতি বছর ডিসেম্বরই মুক্তি পাবে আনন্দ এল. রাইয়ের ছবি 'জিরো'। সেখানেই শেষবারের মত পর্দায় দেখা যাবে শ্রীদেবীর জাদু। ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে তাঁকে। অক্টোবর ২০১৭-তেই হয়েছে শুটিং। এই ছবির নায়ক শাহরুখ।
অনস্ক্রিনে জয়াপ্রদার সঙ্গেই ছিল তাঁর লড়াই
'মাকসদ' ছবির শুটিংয়ের সময় জয়াপ্রদা ও শ্রীদেবীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার অনেক চেষ্টা করেছিলেন রাজেশ খন্না ও জিতেন্দ্র। কিন্তু দুই অভিনেত্রীর মধ্যে বরফ গলেনি।
'নাগিনা' বা 'চাঁদনি' কোনওটাতেই শ্রীদেবী প্রথম পছন্দ ছিলেন না। 'নাগিনা'র প্রস্তাব প্রথমে দেওয়া হয় জয়াপ্রদাকে। আর 'চাঁদনি'র জন্য রেখা ছিলেন প্রথম পছন্দ।
তিনি নিজে লিখতেন 'Sreedevi', কিন্তু ছবির ক্রেডিটে সবসময়ই তাঁর নামের বানান লেখা হয়েছে 'Sridevi'। তবে এনিয়ে তাঁর কোনও ক্ষোভ ছিল না, ছবিতে নিজের নামের বানান সংশোধনের কোনও চেষ্টাও করেননি। ভুল বানানেই তিনি 'দেবী'!