বিরাট কোহলির থেকে পেয়েছিলেন মূল্যবান উপহার, হারিয়ে মন খারাপ রশিদ খানের
বিরাট কোহলির কাছ থেকে একখানা মূল্যবাণ উপহার পেয়েছিলেন তিনি। তবে রশিদ খান সেই উপহার নিজের কাছে রাখতে পারলেন না। হারিয়ে ফেললেন।
আফগান স্পিনার রশিদ খান এখন গোটা ক্রিকেটবিশ্ব জনপ্রিয়। স্পিনার রশিদ কিন্তু ব্যাটিং-টাও খারাপ করেন না। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসাবে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কখনও কখনও।
স্পিনার রশিদ ধীরে ধীরে অলরাউন্ডার হয়ে উঠেছেন। ব্যাটিং করতে বেশ পছন্দও করেন আফগান স্পিনার। তাই আর পাঁচজন ব্যাটসম্যানের মতো তিনিও ব্যাট সংগ্রহ করেন। রশিদের সংগ্রহে অন্তত দশটি ভাল মানের ব্যাট রয়েছে। রশিদ বলেন, ''এই ব্যাটগুলো আমি বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের থেকে সংগ্রহ করেছি। ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যানদের থেকে ব্যাট পেয়েছি। সেই ব্যাটগুলো আমাকে বড় রান করতে সাহায্য করবে।''
বিরাট কোহলির থেকে অকটি দারুণ ব্যাট উপহার হিসাবে পেয়েছিলেন রশিদ। কিন্তু সেটি নিজের কাছে আর রাখতে পারলেন না। হারিয়ে ফেললেন। আয়ারল্যান্ড-আফগানিস্তান ওয়ানডে সিরিজে রশিদ সেই ব্যাট দিয়ে দুর্দান্ত সব ছক্কা হাঁকিয়েছিলেন। রশিদের দুটি ছক্কা নজর কেড়ে নেয় সতীর্থ আসগর আফগানের। পরে রশিদ বলেন, ''ব্যাটটা বিরাট কোহলির থেকে পেয়েছিলাম। দারুণ ব্যাট। অসাধারণ স্ট্রোক। ওটা সাধারণ ব্যাট ছিল না।''
এর পর রশিদের কাছে সেই ব্যাটটা চাইলেন আসগর আফগান। রশিদ বলেন, ''ওই ব্যাট একজন ব্যাটসম্যানের চোখ টানবেই। আসগর ব্যাটটা চাইল। আমিও না করতে পারলাম না। ও ব্যাটটা নিয়ে নিজের ব্যাগে পুরে ফেলল। আমি আর কিছু বলতেও পারলাম না।''