জন্ম ১৯৯৮ সালে, কিন্তু ১৯৯২ বিশ্বকাপ দেখেছেন রশিদ খান! কীভাবে?

Suman Majumder Fri, 03 May 2019-5:41 pm,

এবার আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করছেন রশিদ খান। তাঁর পারফরম্যান্স নিয়ে তো চারপাশে আলোচনা চলছেই। সঙ্গে সঙ্গে তাঁর বয়স নিয়েও জোর আলােচনা শুরু হয়েছে। 

উইকিপিডিয়া বলছে, রশিদ খানের জন্মসাল ১৯৯৮। অথচ রশিদ আজব একখানা দাবি করে বসেছেন। 

আইপিএলে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে আফগান স্পিনার দাবি করেছেন, তিনি নাকি ১৯৯২ সালে পাকিস্তানের অধিনায়ক ইমরান খানের হাতে বিশ্বকাপের ট্রফি দেখে উদ্বুদ্ধ হন। তার পরই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। 

রশিদের এমন দাবি ঘিরে ঠাট্টা-তামাশা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলেছেন, জন্মের আগে কী করে বিশ্বকাপ দেখে ফেললেন রশিদ!

১৯৯২ বিশ্বকাপ ফাইনাল তিনি সরাসরি দেখেছেন বলে দাবি করেছেন। কিন্তু কী করে? তাঁর জন্মসাল তো ১৯৯৮! তা হলে কি তিনিও শাহিদ আফ্রিদির মতো বয়স ভাঁড়িয়ে খেলছেন!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link