জেনে নিন আজকের রাশিফল
বৃশ্চিক-অফিসে সহকর্মীদের মন বুঝে চলুন।ঘরের পরিস্থিতি ঠিক রাখার চেষ্টা করুন। আজ অন্যের কোনও সমস্যায় জড়িয়ে যেতে পারেন।
বৃষ-নিজের উপরে আস্থা রাখুন। আজ লাভ পাবেন। চেষ্টা করুন টাকাপয়সা সংক্রান্ত কোনও সমস্যা সমস্যা জলদি সমাধান করে ফেলতে। বিনিয়োগের ক্ষেত্রে দিনটি ভালো।
ধনু-আজ কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। ভালো ফল পাবেন। যা চান তা আজ অন্যের কোনও সাহায্য ছাড়াই পেতে পারেন।
কন্যা-পরিশ্রমের মূল্য পেতে পারেন। কোনও ভালো কাজ করতে পারেন। তবে আজ কাজের চাপ বাড়তে পারে।
কর্কট-কেরিয়ারের জন্য আজ ভালো দিন। পড়ে থাকা সিদ্ধান্ত আজ নিয়ে নিন। কাজে অন্যের সহায়তা পেতে পারেন। প্রেমের জন্য দিনটি ভালো।
কুম্ভ-নিজ পরিশ্রমে পরিবার ও আত্মীদের জন্য কোনও বড় কাজ করতে পারেন। ব্যবসার জন্য দিনটি খুব একটা শুভ বলা যায় না।
মকর-কাজ করতে গিয়ে বড় কোনও ভুল হতে পারে। শোধরাবার সুযোগও পারেন। তাই কোনও ঝুঁকি নেওয়াই যেতে পারে।
মীন-কোনও বিষয় নিয়ে মানসিক সমস্যায় পড়তে পারেন। অন্যের কথা শুনে ঠকতে পারেন। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজ ভালো দিন।
মেষ-ব্যবসায় সমস্যা হতে পারে। কারও সঙ্গে তর্কে যাবেন না। বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
মিথুন-চাকরি বদলের সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের জন্য বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসার জন্য দিনটি বেশ ভালো।
সিংহ-আটকে থাকা কাজ সহজেই হয়ে যেতে পারে। কোনও সমস্যার ক্ষেত্রে বন্ধুর পরামর্শ পেতে পারেন। রাগের বশে কোনও কাজ করলে সমস্যায় পড়তে পারেন।
তুলা-পরিচিত কোনও বন্ধুর সিদ্ধান্তের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন। টাকা পয়সার ব্যাপারে সাবধান। যে কোনও কাজ শেষ করতে সময় লাগতে পারে।