জেনে নিন আজকের রাশিফল

Tue, 06 Mar 2018-9:15 pm,

তুলা - দৈনিক কাজে বদল হতে পারে। নতুন বন্ধু পেতে পারেন। পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সাক্ষাতের যোগ। সামাজিক উদ্যোগ আপনাকে সম্মান এনে দিতে পারে।

সিংহ - মধুর বাক্য সাফল্য আনতে পারে। বিশেষ কোনও ব্যক্তি কাজে সাহায্য করতে পারেন। বন্ধুদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা। 

মিথুন - পয়সার জন্য আপনার কাজ আটকাবে না। দ্বিধা ও দুশ্চিন্তা বিব্রত করতে পারে। ব্যবসায় পরিশ্রম করলে সাফল্য মিলতে পারে। স্বাস্থ্য নিয়ে বিব্রত হতে পারেন। ব্যায় বাড়তে পারে। 

মেষ - মনের কথা বলার জন্য উপযুক্ত সময়। আর্থিক সমস্যার সুরাহা হতে পারে। তবে সাবধানী পদক্ষেপ করতে হবে। অংশিক সময়ের কাজে যোগদানের সম্ভাবনা। পরিশ্রম করলে ফল পাবেন। শরীর সুস্থ থাকবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে ভ্রমণের যোগ। কর্মক্ষেত্রে মনোমালিন্যের সম্ভাবনা। অংশিদারী ব্যবসায় হাত না দেওয়াই ভাল।

মীন - ব্যক্তিত্ব ও জীবনে ধনাত্মক বদল হবে। প্রেমিক -প্রেমিকাদের বাড়ি থেকে সম্পর্ক মেনে নিতে পারে। প্রেমে পুরনো কথা ভুলে এগিয়ে যেতে হবে।

মকর - সন্তানের স্বাস্থ্যে নজর দিন। অ্যালার্জি বা সংক্রমণ ভোগাতে পারে। মাথা খাটিয়ে কাজ করুন। বাড়তি ব্যয়ের সম্ভাবনা। প্রেমে ভুল বোঝাবুঝির যোগ। কথা কম বলে শোনায় জোর দিন। সঠিক সময় সঠিক কাজ করা দরকারি।

কুম্ভ - বিয়ের প্রস্তাব পেতে পারেন। বাহন মেরামতির প্রয়োজন হতে পারে। ক্রোধের ওপর রাশ টানুন। 

 

কর্কট - ভাগ্য আপনার সঙ্গ দেবে। বাধা কাটবে।আয় বাড়ানোর পরিকল্পনা মিলতে পারে। কোনও কাজকে অবহেলা করবেন না। ঘনিষ্ঠ ব্যক্তিদের পরামর্শ মেনে চলুন। ধৈর্য ধরুন।

কন্যা - নানা ধরণের দুর্ভাবনা মাথায় আসতে পারে। অপরিচিত লোকেদের মাঝে একঘেয়ে লাগতে পারে।

 

ধনু - দরকারি কাজ মিটে যাবে। সম্মানলাভের যোগ। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।

বৃষ - আর্থিক লাভ হতে পারে। হঠাত্ ধনলাভের সম্ভাবনা। দায়িত্ব বাড়তে পারে। বন্ধুত্বে আবেগপ্রবণ না হওয়াই ভাল।

বৃশ্চিক - বড় কোনও প্রস্তাব আসতে পারে। আপনার ইচ্ছা ও প্রয়োজন বৃদ্ধি পেতে পারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link