Raas: নিজের জীবনের গল্প নিয়ে বড়পর্দায় পরিচালক তথাগত, প্রথমবার জুটিতে বিক্রম-দেবলীনা...

Soumita Mukherjee Mon, 30 Dec 2024-9:29 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তথাগত মুখোপাধ্যায়ের ছবি 'রাস'। পরিচালকের নিজের জীবনের গল্পই উঠে আসতে চলেছে বড়পর্দায়। 

 

হারিয়ে যাওয়া যৌথ বাঙালি পরিবার ও তাঁদের ভালবাসা, সম্পর্ক আর মূল্যবোধের গল্প উঠে আসবে ছবির চিত্রনাট্যে। গল্প এগোয় মাণিকপুরের চক্রবর্তী বাড়িকে কেন্দ্র করে।

 

প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার।

 

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ৩২ জন, সবমিলিয়ে ছবিতে অভিনেতার সংখ্যা প্রায় ৫০ জন। প্রতি সিনেই দেখা যাবে ২০ থেকে ২৫ জনকে। 

 

বিক্রম ও দেবলীনা ছাড়াও অভিনয় করেছেন অনসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রনজয় বিষ্ণু, অর্ণ মুখোপাধ্যায়,পারিজাত চৌধুরী, শংকর দেবনাথ, সুদীপ মুখোপাধ্যায়, দেবাশিস রায়, অপ্রতীম চট্টোপাধ্যায়, সুরাইয়া পারভিন, বিমল গিরি, দেবপ্রসাদ হালদার প্রমুখ। 

 

বিক্রম চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম সোমনাথ। বাবা বিদেশে থাকলেও  সোমনাথ ও তাঁর মার জীবন কাটছিল রূপকথার মতো। গ্রামের স্কুল, পুকুর, আমগাছ, বৃষ্টিতে ফুটবল, দিদার আচার, কোলে শুয়ে শুয়ে দেশবিদেশের গল্প শোনা, এ যেন এক রূপকথার গল্প।

 

যৌথপরিবারের সবার ভালবাসার মধ্যে বেড়ে ওঠা সোমনাথের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল দিদা। সময়ের চেয়ে অনেকটা এগিয়ে থাকা, স্পষ্টবক্তা, বাড়ির কর্ত্রী অলকনন্দা দেবী সোমনাথের সবচেয়ে প্রিয় বন্ধু। সেই চরিত্রে অনসূয়া মজুমদার। 

 

সোমনাথের আরও এক প্রিয় বন্ধুর নাম রাই। পাড়ার মেয়ে রাই সমস্ত দিনটাই কাটাতো চক্রবর্তী বাড়িতে। ওর আর সোমনাথের বন্ধুত্ব দেখে বড়রা মনে করেন ওদের নাকি রাজযোটক মিল। বিয়েটা শুধু সময়ের অপেক্ষা। সেই চরিত্রে দেবলীনা কুমার। 

 

গল্পের মোড় ঘোরে সোমনাথের মায়ের আকস্মিক মৃত্যুতে৷ এরপর কী হবে? উত্তর মিলবে ছবির গল্পে। 

 

ছবির প্রথম ঝলকে যুগলে নজর কেড়েছেন বিক্রম ও দেবলীনা। অনির্বাণ চক্রবর্তীও বেশ সাদামাটা লুকে। পাকা চুল আর সাদামাটা শাড়িতে ফের নজর কাড়লেন অনসূয়া মজুমদার। বেশ আধুনিক লুকে ধরা দিলেন পারিজাত চৌধুরীও। সব মিলিয়ে বেশ জমজমাট হতে চলেছে এই ছবি তা প্রথম ঝলকেই খানিক স্পষ্ট।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link