Rath Yatra of Iskcon Mayapur: মায়াপুরের ইস্কনে ধুমধাম করে পালিত রথযাত্রা, দেশ বিদেশের ভক্তদের সমাগম...

Soumita Mukherjee Sun, 07 Jul 2024-8:51 pm,

অনুপ কুমার দাস: রবিবার সারাদেশের মতোই মায়াপুরের ইস্কনে ধুমধাম করে পালিত হচ্ছে রথ যাত্রা। 

 

এদিন দুপুরে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দির থেকে নামসংকীর্তন সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে রথ বের হয়ে প্রায় ৫ কিমি পথ অতিক্রম করে সেই রথ ইসকনের মূলমন্দির চন্দ্রোদয় মন্দিরে যায়। 

 

তিনটি পৃথক রথের প্রথমে নন্দী ঘোষ রথে জগন্নাথদেব, তালধ্বজ রথে বলরাম এবং সুভদ্রাদেবীকে দর্পদোলন রথে নিয়ে শোভাযাত্রা সহকারে ইসকন মন্দিরে পৌঁছায়। 

 

আগামী ১৪ জুলাই রবিবার পর্যন্ত আট দিনের জন্য জগন্নাথদেব থাকবেন ইসকন মায়াপুরে।

 

তারপর ১৫ জুলাই সোমবার আবার উল্টো রথে জগন্নাথদেব রাজাপুর মন্দিরে ফিরে আসবেন। 

 

এদিন একে একে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তোলা হয় রথে। 

 

তিনটি রথ নিয়ে এই উৎসব চলছে ২৬ বছর।

 

মায়াপুরের ইসকনের রথের দড়িতে টান দেওয়া শুরু হয় দুপর ২.৩০ নাগাদ, দেশ বিদেশে ভক্তরা রথের সঙ্গে পা মেলায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link