কোচ হওয়ার পর প্রথমবার মুখ খুললেন রবি শাস্ত্রী, কোহলির দলকে দিলেন বড় সার্টিফিকেট

Sat, 17 Aug 2019-7:40 pm,

মাইক হেসেন, রবিন সিং, লালচাঁদ রাজপুতের মতো একের পর দাবিদারকে পিছনে ফেললেন তিনি। কপিল দেব, অংশুমান গায়কোয়াড়, শান্তা রঙ্গস্বামীরা আরও দুই বছরের জন্য তাঁর উপরই আস্থা রাখলেন। ২০২১ পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসাবে বহাল থাকছেন রবি শাস্ত্রী। 

শাস্ত্রী এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন দলের সঙ্গে। তিনি তাই সশরীরে উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে পারলেন না। ভিডিয়ো কনফারেন্স-এর মাধ্যমে কপিল দেবদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলেন। উপদেষ্টা কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড় অবশ্য আগেই বলেছিলেন, রবি শাস্ত্রীই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে। 

কোচ হওয়ার পর প্রথমবার মুখ খুললেন শাস্ত্রী। বললেন, ''কপিল দেবের উপদেষ্টা কমিটির প্রতিটি সদস্যকে ধন্যবাদ। ওনারা আমার উপর আস্থা রেখেছেন। জাতীয় দলের হয়ে যে কোনও রকম দায়িত্ব পালন করাটা আমার কাছে সম্মান ও গর্বের ব্যাপার।''

ভারতীয় দল নিয়ে শাস্ত্রী বললেন, "আমি মনে করি, ভারতের এই দলটা নিজেদের এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে বাকি দলগুলি কোহলিদের অনুসরণ করবে। তাই এই দলটার সঙ্গে কাজ করার ব্যাপারে আমি সব সময়ই উতসাহী। ভবিষ্যতে এই দলটা আরও অনেক কিছু করবে যা অতীতে কোনও দল করতে পারেনি। "

রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে ভারতীয় দল ২১টি টেস্ট খেলে ১৩টিতে, ৬০টি ওয়ান-ডে খেলে ৪৩টিতে ও ৩৬টি টি-২০-র মধ্যে ২৫টিতে জিতেছে। অর্থাত্ সাফল্যের নিরিখে তিনি যে অনেকটাই উপরে তা বলাই যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link