বিরাটদের হেড স্যার রবি শাস্ত্রীর বেতন কত জানেন?
দ্বিতীয়বার ভারতীয় ক্রিকেট দলের কোচ নিযুক্ত হয়েছেন রবি শাস্ত্রী।
আগের থেকে কুড়ি শতাংশ বেতন বেড়েছে কোহলিদের হেড স্যারের।
কোচ রবি শাস্ত্রীর বছরে বেতন ১০ কোটি টাকা।
বেতন বেড়েছে সাপোর্ট স্টাফদেরও। বছরে সাড়ে তিন কোটি টাকা করে পাবেন ভরত অরুণ এবং আর শ্রীধর।
ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বছরে পাবেন তিন কোটি টাকা।