``আপনার থেকে দ্বিগুণ ম্যাচ খেলেছি``, সঞ্জয় মঞ্জরেকরকে নজিরবিহীন আক্রমণ জাদেজার
এর আগেও বর্তমান ক্রিকেটারদের সমালোচনা করেছেন প্রাক্তনরা। কিন্তু এর আগে ভারতীয় ক্রিকেটে কেউ প্রাক্তন কোনও ক্রিকেটারকে এভাবে নজিরবিহীন আক্রমণ করেননি। যেভাবে সঞ্জয় মাঞ্জরেকরকে আক্রমণ করলেন রবীন্দ্র জাদেজা!
ঘটনার সূত্রপাত হয়েছিল ভারত-ইংল্যান্ড ম্যাচের পর। কুলদীপ ও চাহাল সেই ম্যাচে প্রচুর রান দিয়েছিলেন। এর পর মাঞ্জরেকরকে প্রশ্ন করা হয়েছিল, চাহাল বা কুলদীপের বিনিময়ে জাদেজাকে খেলানো উচিত ছিল না? মাঞ্জরেকর বলেছিলেন, ''আমি আধা বোলার বা আধা ব্যাটসম্যানদের ভক্ত নই। ওয়ানডে ক্রিকেটে জাদেজা এখন এরকমই। ৫০ ওভারের ম্যাচে পূর্ণ ব্যাটসম্যান বা পূর্ণ বোলার খেলানো উচিত।''
এমনিতেই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না জাদেজা। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ জাদেজাকে দলে নেওয়ার ব্যাপারে সওয়াল করেছেন। এমন পরিস্থিতিতে মাঞ্জরেকরের এমন আক্রমণ ভাল চোখে নেননি জাদেজা। তিনি তাঁকে এমন বক্তব্যের জবাব দিয়ে বসলেন। যা নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে এখন প্রবল আলোচনা চলছে।
কিছুদিন আগেই ধোনির স্লো ইনিংস নিয়ে সমালোচনা করেছিলেন মাঞ্জরেকর। তার পর থেকে তাঁকে পাল্টা হজম করতে হয়েছে ধোনি সমর্থকদের কাছ থেকে। এবার জাদেজাও তাঁকে ছেড়ে কথা বললেন না।
জাদেজা টুইটারে লিখলেন, ''এখনও পর্যন্ত আমি আপনার থেকে দ্বিগুণ ম্যাচ খেলে ফেলেছি। এখনও খেলে চলেছি। অন্যদের সম্মান করা শিখুন। আপনার ভার্বাল ডায়েরিয়া অনেক শুনেছি!''
Still i have played twice the number of matches you have played and i m still playing. Learn to respect ppl who have achieved.i have heard enough of your verbal diarrhoea.@sanjaymanjrekar
— Ravindrasinh jadeja (@imjadeja) July 3, 2019