ক্যাচ নেন নি, তাই নিজের পারফরম্যান্সে খুশি নন ম্যাচের নায়ক জাদেজা
নিজস্ব প্রতিবেদন- অস্ট্রেলিয়া সফরে চোট পেয়ে দীর্ঘদিন ক্রিকেট থেকে বাইরে ছিলেন। খেলেননি ইংল্যান্ড সিরিজেও। তবে আইপিএল-এ (IPL) রবিবার প্রথম ম্যাচে তিনিই চেন্নাই সুপারকিংসের (CSK) তুরুপের তাস। বিরাট কোহলির আরসিবিকে (RCB) একাই হারিয়ে দিলেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই চরম সফল হলেন তিনি।
ম্যাচের পর সঞ্চালক তাঁকে প্রশ্ন করেছিলেন যে, রবিবারটা তাঁর ভালই গেল কিনা। জাদেজা উত্তর দেন, দিনটি তাঁর মতে ভাল যায় নি। কারণ রবিবারের ম্যাচে তিনি কোনও ক্য়াচ নেন নি।
রবিবারের ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিস্বাসী লাগল জাদেজাকে। ক্রিকেট ছন্দে ফেরা নিয়ে তিনি বলেন, ‘নিজের ফিটনেস, দক্ষতা সবকিছু নিয়ে কঠোর পরিশ্রম করছি। আজ সেটা কাজে লাগল, তাই আমি খুশি। অলরাউন্ডার হিসেবে খেলতে গেলে একরকমের চাপও আছে। সব বিভাগেই ভাল খেলতে হয়।‘
ম্যাচের পর রবীন্দ্র জাদেজা আরও বলেন, ‘রোজ অনুশীলনে কিন্তু তিনটে বিভাগেই মন দিই না। কোনওদিন স্কিল, কোনওদিন ফিটনেসে মন দিই। আবার কোনওদিন ফ্রি-প্র্যাকটিস করে যাই।‘
হর্ষল পটেলের শেষ ওভারে ৩৭ রান নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে জাদেজা বলেন, ‘শুধু বড় শট খেলতে চেয়েছিলাম। মাহি ভাই আগেই বলেছিল যে হর্ষল অফের দিকে বোলিং করবে। সেটাই মেনে চলেছি এবং আমার ভাগ্য যে সেটা কাজে লেগেছে।‘