Ind vs Nz : চাপের মুখে ৭৭ রান, বিশ্বকাপে রেকর্ড গড়লেন `স্যর` জাদেজা
৫৯ বলে ৭৭ রান। বিশ্বকাপের সেমিফাইনালে রবীন্দ্র জাদেজা আবার প্রমাণ করলেন, চাপের মুখে এখনও তিনিই ভারতীয় দলের প্রধান ভরসা। একদিকে ভারতের বিশ্বসেরা টপ-অর্ডার যখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, তখন জাদেজাই আশার আলো জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জাদেজার লড়াই কাজে দিল না। ১৮ রানে হারল ভারত।
আট নম্বরে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন জাদেজা। তিনি ও ধোনি মিলে ভারতীয় ইনিংস টেনে নিয়ে গেলেন। এরই মাঝে জাদেজা বিশ্বকাপে রেকর্ড গড়লেন।
বিশ্বকাপের নক-আউট ম্যাচে আট নম্বরে নেমে প্রথম ব্যাটসম্যান হিসাবে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।
এর আগে বিশ্বকাপের কোনও ম্যাচে আট নম্বরে নেমে কেউ ৭৭ রানের ইনিংস খেলতে পারেননি। জাদেজা সেই রেকর্ড পকেটে পুরলেন।
চাপের মুখেও ৩৯ বলে হাফ-সেঞ্চুরি করেন জাড্ডু। যার মধ্যে ছিল তিনটি পেল্লাই ছক্কা। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও তাঁকে খেলানো হচ্ছিল না। সঞ্জয় মাঞ্জরেকরের মতো ধারাভাষ্যকার আবার জাড্ডুকে দলে নেওয়ার ব্যাপারে সওয়াল করেছিলেন। কিন্তু এমন একটা ইনিংস খেলে সবার মুখের উপর জবাব দিয়ে গেলেন স্যার জাদেজা।