RBI Digital Currency: আগামী ১ ডিসেম্বর বাজারে আসছে রিটেল ডিজিটাল কারেন্সি, বড় ঘোষণা RBI-এর

Tue, 29 Nov 2022-6:01 pm,

রিজার্ভ ব্যাঙ্ক আনছে ডিজিটাল কারেন্সি। আগামী ১ ডিসেম্বর থেকে আরবিআই পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়ছে ১ টাকার ডিজিটাল কারেন্সি। দেশের কিছু নির্দিষ্ট জায়গায় সেটি আপাতত পাওয়া যাবে। 

প্রথম দফায় দেশের ৮টি ব্যাঙ্কে ধাপে ধাপে ডিজিটাল কারেন্সি পাওয়া যাবে। আপাতত স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ও ইয়েস ব্যাঙ্ক থেকে দেশের ৪টি শহরে এটি পাওয়া যাবে।

 

ওই চারটি ব্যাঙ্কের পর ব্যাঙ্ক অব বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক, এইচডিএফসি ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক থেকে ডিজিটাল কারেন্সি পাওয়া যাবে।

প্রথম দফায় ওই ডিজিটাল কারেন্সি পাওয়া যাবে মুম্বই, দিল্লি, ভুবনেশ্বর ও বেঙ্গালুরুতে। দ্বিতীয় দফায় ওই কারেন্সি পাওয়া যাবে আহমেদাবাদ, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইন্দোর, কোচি, লখনউ, পাটনা ও সিমলায়।

বর্তমানে নোট বা কয়েন যেভাবে কাজ করে সেভাবেই এই ডিজিটাল কারেন্সি কাজ করবে। ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এটি লেনদেন করা যাবে। জমা রাখা যাবে মোবাইলের ওয়ালেটেও। একজন অন্যজনকে এই ডিজিটাল টাকা পাঠাতে পারবেন। পাশাপাশি কেউ ব্যবসায়ীকে এভাবে টাকা পাঠাতে পারবেন। সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করতে হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link