RBI recruitment 2021: মাধ্যমিক পাসেই রিজার্ভ ব্যাঙ্কে দারুণ সুযোগ, চাকরিপ্রার্থীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদন : SBI-এর পর এবার RBI। অফিস অ্যাটেন্ডান্ট পদে নিয়োগ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। আজই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।
ইচ্ছুক প্রার্থীরা আজ থেকেই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ।
আবেদন করার জন্য লিঙ্ক দেওয়া আছে RBI-এর অফিশিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে opportunities.rbi.org.in.-এ লগইন করতে হবে।
অনলাইন পরীক্ষা হবে ৯ এপ্রিল। মোট শূন্যপদের সংখ্যা ৮৪১টি। দেশজুড়ে RBI-এর বিভিন্ন শাখায় শূন্যপদ রয়েছে।
ইচ্ছুক প্রার্থী যাঁরা-ই অনলাইন পরীক্ষায় বসতে চান, তাদের অবশ্যই ক্লাস টেন পাস হতে হবে। বয়স হতে হবে ২৫ বছরের নীচে।
পরীক্ষা ফি: তফশিলি জাতি-উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও এক্স-সার্ভিসম্যানদের জন্য ৫০ টাকা। আর অন্যান্য অনগ্রসর জাতি, জেনারেল প্রার্থীদের জন্য ৪৫০ টাকা।
বেতনক্রম: অফিস অ্যাটেনড্যান্ট পদে মাসিক বেসিক বেতন ১০,৯৪০ টাকা। সঙ্গে রয়েছে DA, HRA প্রভৃতি ভাতাও।