Rs 2000 Notes: ব্যাংকে ফিরছে ২০০০ টাকার কাঁড়ি কাঁড়ি নোট! কী ঘটল নতুন করে?
দেশবাসীকে চমকে দিয়ে পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তে এনেছিলেন ২০০০ টাকার নোট। এবার সেই নোটও তুলে নেওয়ার ফরমার জারি করেছে কেন্দ্র। সেপ্টেম্বরেই শেষ হয়ে যাচ্ছে ২০০০ টাকা জমা দেওয়ার সময়সীমা। কিন্তু এখনওপর্যন্ত কত টাকা জমা পড়ল ব্যাঙ্কে? জানাল রিজার্ভ ব্যাঙ্ক।
সোমবার রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে বাজারে যত সংখ্যক ২০০০ এর নোট রয়েছে তার ৭৬ শতাংশ এখনওপর্যন্ত ব্যাঙ্কে জমা পড়েছে। অর্থাত্ এখনও প্রায় ২৫ শতাংশ নোট দেশবাসীর কাছে রয়ে গিয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১৯ মে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণার পর ৩০ জুন পর্যন্ত মোট ২.৭২ লাখ কোটি টাকার ২০০০-এর নোট জমা পড়েছে।
গত ৩০ জুনের হিসেব অনুযায়ী বর্তমানে বাজারে চলছে ০.৮৪ লাখ কোটি টাকার ২০০০ টাকার নোট।
বিভিন্ন ব্যাঙ্কে যত টাকার ২০০০ টাকার নোট জমা পড়েছে তার মধ্যে অ্যাকাউন্টে জমা হয়েছে ৮৭ শতাংশ। বাকী ১৩ শতাংশ নোট বদল করে নিয়ে গিয়েছেন গ্রাহকরা।