থাকছে Varnish কোটিং, বাজারে আসছে আরও মজবুত ও ঝকঝকে ১০০ টাকার নোট
বাজারে আনছে নতুন একশো টাকার নোট। এটি হবে আরও ঝকঝকে ও মজবুত।
রিজার্ভ ব্যাঙ্ক তার বাত্সরিক রিপোর্ট জানিয়েছে, নতুন নোটটি হবে আগের থেকে অনেক বেশি মজবুত। জলে ভিজে সহজে নষ্ট হবে না বা ছিঁড়ে যাবে না।
নতুন নোটটি দেখতে পুরোনো নোটের মতো হবে। তবে তা হবে আরও ঝকঝকে। কারণ এটির উপর দেওয়া হবে ভার্নিশের প্রলেপ।
RBI তার বাত্সরিক রিপোর্টে জানিয়েছে, আপতত একশো কোটি নতুন একশো টাকার নোট ছাপা হচ্ছে। নতুন নোটটিকে শক্ত করার জন্য এটির উপরে একটি ভার্নিশ কোটিং করা হচ্ছে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ওই ধরনের নোট বাজারে ছাড়া হয়েছে। ধীরে ধীরে পুরোনো একশো টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে।
একশো টাকার নোটের উপরে ভার্নিশ কোটিং দেওয়ার বিষয়টি আগেই জানিয়েছিল আরবিআই। তবে এবার ওই কোটিং দেওয়া হলেও নোটের বেগুনি রঙের কোনও বদল হচ্ছে না। এ ব্যাপারে সম্মতি দিয়েছে কেন্দ্র। ভার্নিশ দেওয়ার ফলে নোটটি কমপক্ষে ৭ বছর টিকবে।
নতুন নোট হবে পুরোনো নেটের মতোই। তবে আরও ঝকঝকে ও শক্ত। থাকছে গান্ধীজির ছবি। ডিজাইন ও আকার একই থাকছে।