IPL 2019: প্রিয়ার পর এবার ইন্টারনেটে ঝড় তুললেন `আরসিবি-গার্ল`!
চোখ মেরে নেট দুনিয়ায় ঝড় তুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।
এবার বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচে গ্যালারিতে ঝড় তুললেন এই সুন্দরী। নেটে নতুন ক্রাশ।
২০১৯ সালে আইপিএলে আরসিবি-র পারফরম্যান্স হতাশাজনক। প্লে অফ থেকে ছিটকে গেলেও শেষ ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে বিরাট কোহলির দল। ওই ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিলেন 'আরসিবি-গার্ল'। নেটিজেনরা বলছেন তিনিই নাকি লেডিলাক নিয়ে এসেছেন আরসিবি-র অন্দরে।
কোনও কোনও আরসিবি ফ্যান তো আবার ওই সুন্দরীর ছবি পোস্ট করে বিরাট কোহালিকে ট্যাগ করে লিখে দিয়েছেন, পরের বারের আইপিএলে ভালো ফল করতে চাইলে ওঁনাকে সব ম্যাচের টিকিট বিনামূল্যে পাঠিয়ে দাও বিরাট।
কেউ কেউ আবার তাঁকে 'ন্যাশনাল ক্রাশ' বলেও উল্লেখ করেছেন।
ওই আরসিবি ভক্তের নাম দীপিকা ঘোষ। জানা গিয়েছে, তিনি বলিউডে স্টাইলিস্ট হিসাবে কাজ করেন।