মাত্র ৮,৯৯০ টাকায় টপ নচ স্ক্রিন, ডুয়াল ক্যামেরা, জেনে নিন কবে কোথায় মিলবে Realme 2

Sun, 02 Sep 2018-3:10 pm,

পুজোয় একটা নচ স্ক্রিন ফোন নিয়ে বন্ধু বা পড়শিদের চমকে দিলে কেমন হয়? কিন্তু পকেট যে ভাঁড়ে মা ভবানী। মুশকিল আসান করতে এসে গিয়েছে চিনা ব্র্যান্ড রিয়েলমি। মাত্র ৮.৯৯০ টাকায় নচ স্ক্রিন-সহ ফোন এনেছে তারা। Realme 2 নামে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট ও ডুয়াল ক্যামেরা সেট আপ। 

নতুন ব্র্যান্ড রিয়েলমি লঞ্চ করে কার্যত শাওমি-কেও পিছনে ফেলে দিয়েছে Oppo। প্রায় সব ক্ষেত্রেই শাওমির ফোনকে পিছনে ফেলে দিয়েছে Oppo-র এই সাব ব্র্যান্ড। স্ক্রিন থেকে ব্যাটারি সবেতেই Xiaomi-র থেকে এগিয়ে Realme 2। 

Realme 2-তে রয়েছে ৬.২ ইঞ্চি নচ স্ক্রিন। যার বডি টু স্ক্রিন রেশিও ৮৮.৮ শতাংশ। Xiaomi Y2 থেকে যা অনেকটাই এগিয়ে। এই প্রথম ১০,০০০ টাকার কম দামি ফোনে নচ স্ক্রিন দিচ্ছে কোনও ব্র্যান্ড। 

 

চিপসেটের লড়াইয়ে যদিও সামান্য এগিয়ে শাওমি। Y2-তে যেখানে রয়েছে স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট। সেখানে রিয়েলমি ২-তে পাবেন স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। দু'টি ফোনই মিলছে ৩ ও ৪ জিবি RAM ভেরিয়্যান্টে। 

ব্যাটারিতেও এগিয়ে রিয়েলমি। রিয়েলমি ২-তে রয়েছে ৪,২৩০ এমএএইচ ব্যাটারি। যেখানে শাওমি ওয়াই ২-তে রয়েছে ৩.০৮০ এমএএইচ ব্যাটারি। ফলে রিয়েলমি ২-তে যে বাড়তি ব্যাকআপ পাওয়া যাবে তা নিশ্চিত। 

 

দামের লড়াইয়েও শাওমিকে পিছনে ফেলে দিয়েছে রিয়েলমি। স্পেসিফিকেশনে রিয়েলমি ২ এগিয়ে থাকলেও দাম মাত্র ৮.৯৯০ টাকা। সেখানে শাওমি ওয়াই ২ মিলছে ৯,৯৯৯ টাকায়। তবে চাপের মুখে যে কোনও দিন ফোনটির দাম কমিয়েও দিতে পারে শাওমি। 

 

মঙ্গলবার ৪ সেপ্টেম্বর বেলা ঠিক ১২টায় শুরু হবে রিয়েলমি ২-এর বিক্রি। ফোনটি মিলবে শুধুমাত্র ফ্লিপকার্টে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে দাম মেটালে মিলবে আরও ৭৫০ টাকার ছাড়। সঙ্গে বিনামূল্যে মিলবে ব্যাক কভার ও স্ক্রিন প্রোটেকটর। জিও-র সঙ্গে মিলবে ৪,২০০ টাকা পর্যন্ত ছাড়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link