Xaiomi-কে টেক্কা দিতে, বাজারে আসছে Realme-র স্মার্ট টিভি

Wed, 05 Feb 2020-2:06 pm,

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসেই প্রকাশ্যে আসতে পারে  Realme -র স্মার্ট টিভি। বার্সেলোনায় MWC ২০২০ অনুষ্ঠানের মঞ্চ থেকেই দিনের আলো দেখতে পারে Realme TV এমনই ইঙ্গিত মিলেছে  সংস্থার চিফ ম্যানেজিং অফিসারের টুইট বার্তায়।

 যদিও Realme TV -র স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য এখনও সামনে আসেনি। স্মার্টফোনের মতোই স্মার্টটিভির দুনিয়ায় Xaiomi -কে টেক্কা দিতে তুলনামূলক কম দামে বাজারে আসতে পারে Realme TV।

বিগত কয়েক বছরে স্মার্টফোন বাজারে Xiaomi -র জনপ্রিয়তায় থাবা বসিয়েছে Realme। একই পথে হেঁটে এবার স্মার্টটিভির বাজারে নিজেদের জমি খুঁজে পেতে চাইছে চিনের সংস্থাটি।

২৪ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি বার্সেলোনায় অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ (MWC ২০২০)। সেখানেই Samsung, Vivo-সহ জনপ্রিয় সব স্মার্টফোন সংস্থা গুলি  বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করবে। এই অনুষ্ঠান থেকেই সংস্থার প্রথম স্মার্ট টিভির ঘোষণা করতে পারে Realme।

স্মার্ট টিভি লঞ্চ করার পাশাপাশি শীঘ্রই একটি ফিটনেস ব্যান্ডও লঞ্চ করতে পারে এই সংস্থা। এমনটাই জানানো হয়েছে সংস্থা তরফে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link