India`s HOTTEST Year: ১২২ বছরে গরমে রেকর্ড, মারাত্মক তাপপ্রবাহে পুড়তে চলেছে দেশ!

Sun, 03 Apr 2022-7:59 am,

রেকর্ড বলছে ২০২২ -এর মার্চে সবথেকে বেশি গরম পড়েছিল দেশে। গত ১২২ বছরে উষ্ণতম মার্চ মাস ছিল ভারতে। চলতি বছর মার্চে সর্বোচ্চ তাপমাত্রা গড়পড়তায় পৌঁছেছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসে৷ 

IMD কর্মকর্তারা বলেছেন যে দীর্ঘায়িত শুষ্ক স্পেলের কারণে উত্তর-পশ্চিম ভারতে তীব্র গরম আবহাওয়া দেখা দিয়েছে। আইএমডি তথ্য অনুসারে, ২০২২ সালের মার্চ, ১৯০১ সাল থেকে দেশের নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে উষ্ণ মার্চ ছিল।

২০ মার্চ দিল্লির পীতমপুরা পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা ধরা পড়ে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা এ বছর এখনও অবধি সর্বোচ্চ তাপমাত্রা৷ হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান-সহ দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি বেশি৷

মার্চ দুটি তাপপ্রবাহের সাক্ষী ছিল, প্রথমটি ১১ মার্চ থেকে ২১ মার্চের মধ্যে এবং দ্বিতীয়টি ২৬ মার্চ শুরু হয়েছিল এবং যা এখনও অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত না হওয়া, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে অবিরাম শুষ্ক ও গরম পশ্চিমী বায়ু প্রবাহিত হওয়ার ফলে তাপ বেড়েছে। পরিস্কার মেঘহীন আকাশ মানে সূর্যের রশ্মির সরাসরি প্রতিফলম, যার ফলে তাপমাত্রা বেড়েছে।

গত দু’ বছরের মার্চেও তাপমাত্রার রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছিল৷ মাসিক সর্বোচ্চ তাপমাত্রার গড়পড়তার হিসেবে ২০২১-এর মার্চ ভেঙে দিয়েছিল ১২১ বছরের রেকর্ড৷ বলছে আবহাওয়া দফতরের পরিসংখ্যান৷

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link