এবার WhatsApp Call রেকর্ড করতে পারবেন Android-iPhone ইউজারাও, জানুন কীভাবে

Sat, 05 Jun 2021-7:27 pm,

নিজস্ব প্রতিবেদন: দরকারে বা বিনাদরকারে WhatsApp এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। লকডাউনে ঘরবন্দি জীবন। জরুরি মিটিং থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা। ভরসার নাম WhatsApp কল। তবে অসুবিধা একটাই, এতে কল রেকর্ডিংয়ের সুযোগ নেই। তবে চিন্তা করবেন না, সেই সমস্যারও সমাধান রয়েছে।

কথায় বলে, বুদ্ধি থাকলে কি না হয়! বুদ্ধি থাকলে WhatsApp কল রেকর্ডও হয়। iPhone হোক বা Android, দু’ধরনের অপারেটিং সিস্টেমেই এটা করা সম্ভব। কীভাবে?

Android ফোনে WhatsApp কল রেকর্ড করতে হলে কল করে ফোনটা লাউড স্পিকারে রাখতে হবে। তারপর ফোনে থাকা ভয়েস রেকর্ডার অ্যাপটি ওপেন করতে হবে। সেখানে কল রেকর্ডিং অপশনটিতে ক্লিক করলেই  WhatsApp কলটি রেকর্ড হয়ে যাবে।

আপনি যদি iPhone ইউজার হন, তাহলেও  WhatsApp কল রেকর্ড করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে Android ফোনের মতো উপায় বাতলালে চলবে না।

iPhone ইউজাররা WhatsApp কল রেকর্ড করতে চাইলে, তাঁদের আরও একটি ফোনের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে WhatsApp কলটিকে স্পিকারে রেখে অন্য একটি ফোনে কল রেকর্ডার অন করে WhatsApp কলটি রেকর্ড করা যাবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link