রাজ্য পরিবহন দফতরে মোটর ভিকল ইনস্পেক্টর পদে নিয়োগ
পশ্চিমবঙ্গ পরিবহন দফতরে মোটর ভিকল ইনস্পেক্টর (নন টেকনিক্যাল) পদে নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর- ২১/২০১৮। জেনে নিন, এই নিয়োগের খুটিনাটি-
মোট শূন্যপদ- ৬৬।
যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই আবেদন করা যাবে। বাংলা/নেপালি ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে জানা আবশ্যক।
বয়স- ১ জানুয়ারি ২০১৮-তে বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রর্থীরা নিয়মানুসারে ছাড় পাবেন।
বেতন- মূল বেতন ৭,১০০ থেকে ৩৭,৬০০ টাকা (পে ব্যান্ড-৩ অনুযায়ী)। গ্রেড পে- ৩,৯০০ টাকা, এছাড়া অন্যান্য ভাতা মিলবে।
শারীরিক মাপজোক- উচ্চতা-১৭০ সেমি। বুকের ছাতি- ৮৬ সেমি, ৫ সেমি পর্যন্ত ফোলাতে হবে। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, তপশিলি উপজাতি ও পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা- ১৬০ সেমি। বুকের ছাতির মাপ- ৮১ সেমি, ৫ সেমি পর্যন্ত ফোলাতে হবে। ওজন, উচ্চতার সঙ্গে মানানসই হতে হবে।
আবেদনের ফি- ১৬০ টাকা। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এক্ষেত্রে ফি দিতে হবে না।
আবেদনের সময়সীমা- ১৭ জুলাই'১৮ থেকে ৬ অগস্ট'১৮-এর মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের পদ্ধতি- www.pscwbapplication.in এবং www.pscwbonline.gov.in- এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া যেকোনও অতিরিক্ত তথ্য জানা যাবে এই দুটি ওয়েবসাইটেই।