Recruitment Scam: ৮ বছর ধরে চলছে অনিশ্চয়তা, প্রতিবাদে ন্যাড়া হলেন চাকরিহারা শিক্ষক...
অয়ন ঘোষাল: নতুন বছরের শুরুতেই রাস্তায় মস্তক মুণ্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি আজ বিকাশ ভবন এবং নবান্নে তাঁরা জমা দেবেন ডেপুটেশন।
আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এদের ভাগ্য নির্ধারণ হবে। এখনও পর্যন্ত কারা যোগ্য কারা অযোগ্য সেই OMR শিট জমা পড়েনি।
শিক্ষা দফতর এবং সিবিআই (যারা নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করেছে) তাদের কেউ আদালতে প্রামাণ্য নথি পেশ করতে পারেনি। তাই অনিশ্চয়তায় ঝুলে রয়েছে ৮ বছর ধরে চাকরি করা এই সব শিক্ষক শিক্ষিকার ভাগ্য।
বিগত বছরের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে যোগ্য অযোগ্য সবার চাকরি চলে গেছে। বাতিল হয়ে গেছে ১৯ হাজার চাকরি।
যার মধ্যে ১৫ হাজার যোগ্য বলে এই আন্দোলনকারীদের দাবি। অর্থাৎ ১১ শতাংশ বেনো জলের কারণে ভুগতে হচ্ছে বাকি ৮৯ শতাংশ যোগ্য শিক্ষকদের।
প্রতিবাদে ২৩ ডিসেম্বর শিয়ালদহ স্টেশন থেকে বড় মিছিলে অংশ নেন এদের মধ্যে প্রায় ১০ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা। সেদিন থেকেই তারা বসে পড়েন ধর্মতলা ওয়াই চ্যানেলে। এরপর শুক্রবার সকালে ফের প্রতিবাদে সামিল হন তাঁরা।