৪,৫০০ টাকারও কম দামে লঞ্চ হল Redmi Go!

Sudip Dey Tue, 19 Mar 2019-3:02 pm,

অবিশ্বাস্য কম দামে ১৯ মার্চ, মঙ্গলবার নয়া দিল্লিতে একটি অনুষ্ঠানে লঞ্চ হল Redmi–র প্রথম Android Go এডিশন স্মার্টফোন। চলুন দেখে নেওয়া যাক Redmi Go-এর স্পেসিফিকেশন।

Redmi Go-এ রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৭০ শতাংশেরও বেশি।

১ জিবি RAM + ৮ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে Redmi Go। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Redmi Go-এ রয়েছে Android Go অপারেটিং সিস্টেম আর Snapdragon ৪২৫ (২৮ nm) চিপসেট।

ছবি তোলার জন্য Redmi Go-এ রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এই ফোনে থাকছে ৩,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

ব্লু আর ব্ল্যাক-–এই দু’টি রঙে পাওয়া যাবে এই ফোন।

Redmi Go-এর দাম ৪,৪৯৯ টাকারও কম হবে বলে মনে করা হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link