কবে লঞ্চ হচ্ছে Redmi Note 7, খোলসা করল Xiaomi
যাবতীয় জল্পনার অবসান। ভারতের বাজারে Redmi Note 7-এর লঞ্চের দিনক্ষণ ঘোষণা করল Xiaomi. গত মাসেই চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। তার পর থেকেই সাড়া ফেলেছে ফোনটি। ফোনটিতে রয়েছে ৪২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। বৃহস্পতিবার এক টুইটে Xiaomi-র তরফে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি লঞ্চ হবে এই ফোন।
ইতিমধ্যে অনলাইনে Xiaomiলঞ্চ ইভেন্টের টিকিট বুকিং শুরু করে দিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, লঞ্চের পর ৩ সপ্তাহে চিনে ১০ লক্ষ Redmi Note 7 বিক্রি হয়েছে। এই প্রথম চিন ছাড়া অন্য কোনও দেশে লঞ্চ হতে চলেছে ফোনটি।
চিনে Redmi Note 7-এর ৩ জিবি/৩২ জিবি ভার্সনের দাম ভারতীয় মুদ্রায় ১০,৩০০ টাকা। ৪ জিবি/৬৪ জিবি ভার্সেনর দাম ১২,৪০০ টাকা। ৬ জিবি/৬৪ জিবির দাম ১৪,৫০০ টাকা।
Redmi Note 7-এ রয়েছে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সঙ্গে করোনিং গোরিলা গ্লাস ফাইভ। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। সঙ্গে রয়েছে একাধির RAM ও স্টোরেজ ভেরিয়্যান্ট।
ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৪,০০০ mAh ব্যাটারি ও কোয়ালকম কুইকচার্জ ফোর প্রযুক্তি। ফোনটি ভারতের বাজারে মিলবে লাল, কালো ও নীল রঙে।