RedmiBook 15 Pro: কম দামে বহু ফিচার্স, এবার ল্যাপটপের বাজারে নয়া চমক আনল Redmi

Fri, 13 Aug 2021-7:46 pm,

নিজস্ব প্রতিবেদন: পকেটসাধ্য দামে আকর্ষণীয় ফোন এনে আগেই গ্রাহকদের মন জয় করছে Xiaomi-র এই ব্রান্ডটি। এবার ল্যাপটপ ব্যবসায় পা রাখল সংস্থাটি। ভারতে লঞ্চ করেছে RedmiBook 15 Pro।

 

RedmiBook 15 Pro ল্যাপটপে রয়েছে 11 জেনারেশন Core i5 Intel প্রসেসর। রয়েছে 3200Mhz 8GB RAM এবং 512GB SSD স্টোরেজ। 

এছাড়া একটি ১৫.৬ ইঞ্চির FHD ডিসপ্লে প্যানেল রয়েছে ল্যাপটপটিতে। এতে থাকছে একটি পলিকার্বোনেট চ্যাসিস এবং বিল্ট-ইন 720p ওয়েবক্য়াম। রয়েছে Intel Iris XE বিল্ট-ইন গ্রাফিক্স। একবার চার্জে টানা ১০ ঘণ্টা কাজ করা যাবে। RedmiBook 15 Pro-র সঙ্গে দেওয়া হচ্ছে 65W-এর একটি চার্জার। যা দিয়ে মাত্র ৩৫ মিনিটেই ৫০% চার্জিং সম্ভব।

RedmiBook 15 Pro-র সঙ্গে দেওয়া হচ্ছে একটি 1.5mm কি ট্রাভেল কিবোর্ড। থাকছে একটি টাচপ্যাড এবং সর্বক্ষণের জন্য Microsoft 365 বিনামূল্যে সাবস্ক্রিপশন অফারও পাবেন গ্রাহকরা।

ল্যাপটপটিতে রয়েছে Windows 10 অপারেটিং সিস্টেম। তবে Windows 11 লঞ্চ করলে, আপডেট হবে এই অপারেটিং সিস্টেমটি।

Flipkart, Mi.com এবং Mi stores থেকে কেনা যাবে RedmiBook 15 Pro ল্যাপটপটি। শুরুর দাম ৪৯,৯৯৯ টাকা। তবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডে ল্যাপটপ কিনলে, থাকছে ৩৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link