বাম প্রার্থী হওয়ায় রেজাউল করিমকে বহিষ্কার করে কড়া বার্তা প্রদেশ কংগ্রেসের

Sat, 16 Mar 2019-11:02 pm,

মৌমিতা চক্রবর্তী: বীরভূমে রেজাউল করিমকে প্রার্থী করেছে সিপিএম। শুক্রবার সিপিএমের প্রার্থী তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম। 

 

রেজাউল করিমকে প্রার্থী করায় বেজায় চটেছে প্রদেশ কংগ্রেস। আসলে করিম ছিলেন কংগ্রেসের চিকিত্সক সেলের চেয়ারপার্সন। সিপিএম তাঁকে প্রার্থী করার পরই বহিষ্কার করা হল রেজাউল করিমকে। 

বহিষ্কারপত্রে লেখা হয়েছে,''আপনার সঙ্গে একটি অন্য রাজনৈতিক দলের আঁতাঁত রয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আপনার নাম রয়েছে লোকসভা ভোটে অন্য রাজনৈতিক দলের প্রার্থী তালিকায়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আপনাকে বহিষ্কার করা হল''।    

সিপিএমের প্রার্থী তালিকায় অবশ্য রেজাউল করিমের পাশের দলের নাম ছিল না। কংগ্রেসের তরফেই তাঁকে সিপিএম প্রার্থী করেছে বলে জল্পনা। সোমেন মিত্রের কথায়, আমাদের আসনে ওরা প্রার্থী ঠিক করার কে? সিপিএম যা করল, তা নীতিগতভাবে মানছি না। রেজাউল আমাদের ডাক্তার সেলের সদস্য ছিলেন। সে কবে নির্দল হল? দিল্লিকে সবটা জানিয়েছি। 

ফেসবুকে রেজাইল করিম লিখেছেন, চিঠিটি অপমানজনক। প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলাম না। বাম নেতাদের সঙ্গে আলোচনার পর প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা জানত প্রদেশ কংগ্রেসষ  

এদিন কংগ্রেসের বৈঠকেও সিপিএমের সঙ্গে সমঝোতা নিয়ে আপত্তি তুলেছেন দীপা দাশমুন্সিরা। সকলের মুখেই একই রা, সিপিএম বিশ্বাসভঙ্গ করেছে। উত্তরবঙ্গেও কংগ্রেসকে জায়গা ছাড়েনি তারা। সবার অভিযোগ শুনে সোমেন মিত্র বলেন,''দিল্লিকে সবটা জানাব। ওরা সম্মান না দিলে দু-একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে দেব''।     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link