বিনা রিচার্জেই টিভিতে দেখা যাবে সমস্ত চ্যানেল, সেট টপ বক্স আনল রিলায়্যান্স
দাদার জিও ধামাকার পর এবার ভাইয়ের পালা। অনিল অম্বানির সংস্থা রিলায়্যান্স বিগ টিভির অফার মাথা ঘুরে যাওয়ার মতো।
জিও-র মতোই বিনামূল্যে পরিষেবা দিতে চলেছে বিগ টিভি।
ডাইরেক্ট টু হোম পরিষেবাপ্রদানকারী রিলায়্যান্স বিগ টিভি ঘোষণা করেছে, তাদের সেট টপ বক্স দিয়ে ৫ বছর ধরে বিনামূল্যে দেখা যাবে ৫০০টি ফ্রি টু এয়ার চ্যানেল। সঙ্গে ১ বছর বিনামূল্যে দেখা যাবে পে চ্যানেলগুলি।
শুধু তাই নয়, এজন্য এইচডি সেটটপ বক্স কার্যত বিনামূল্যে দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থা। এই সেট টপ বক্সে সবকটি এইচডি চ্যানেল দেখতে পারবেন গ্রাহকরা। সেজন্য খরচ করতে হবে মোট ১,৯৯৯ টাকা। ৩ বছর পর সেই টাকা ফেরতও পাবেন গ্রাহকরা।
প্রি বুকিংয়ে খরচ পড়ছে ৪৯৯ টাকা। সেটটপ বক্স ও আউটডোর ইউনিট ডেলিভারির পর বাকি ১,৫০০ টাকা দিতে হবে গ্রাহকদের। এই সংযোগে ১ বছর বিনামূল্যে দেখা যাবে টিভি।
১ মার্চ থেকে শুরু হয়েছে বিগ টিভির প্রি বুকিং। প্রি বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 18002009001। অথবা reliancedigitaltv.com লগ ইন করতে হবে।
দ্বিতীয় বছর থেকে প্রতি মাসে ৩০০ টাকায় রিচার্জ করাতে হবে গ্রাহকদের। দুবছর ধরে এইচডি পে চ্যানেলের টাকা দেওয়ার পর ১,৯৯৯ টাকা ফেরত পাবেন গ্রাহকরা।
৩ বছর পর প্রাথমিক খরচের টাকা ফেরত যাচ্ছেন গ্রাহকরা। কার্যত বিনামূল্যেই মিলছে সেটটপ বক্স ও আউটডোর ইউনিটটি।
রিলায়্যান্স বিগ টিভির ডিরেকটর বীজেন্দ্র সিং জানিয়েছেন, টিভি সম্প্রচার শিল্পে নতুন যুগ আনতে চলেছে রিলায়্যান্স বিগ টিভি। আরও সস্তায় বিনোদন উপভোগ করতে পারবেন ভারতীয় দর্শকরা। প্রায় বিনামূল্যে এইচডি চ্যানেল দেখবেন তাঁরা।