Reliance Jio 5G: খুব শিগগিরই জিও ৫জি হাতে পাচ্ছে কলকাতাবাসী, কবে? জানালেন মুকেশ

Tue, 30 Aug 2022-1:02 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে গুণে আর মাত্র ২ মাস। তারপরই বাজারে আসছে রিলায়েন্স জিও ৫জি। দেশের ৪ মেট্রো শহরে প্রথম আত্মপ্রকাশ করবে রিলায়েন্স জিও ৫জি। 

বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করলেন মুকেশ আম্বানি। কোন ৪ শহরে আত্মপ্রকাশ করতে চলেছে রিলায়েন্স জিও ৫জি? দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতা। এই ৪ শহরের মানুষ আর ২ মাসের মধ্যেই পেতে চলেছে রিলায়েন্স ৫জি। 

প্রসঙ্গত, ৫জি স্পেকট্রামের নিলামে জিও-ই ছিল সবচেয়ে বড় বিডার বা দরদাতা। ৮৮ হাজার কোটি টাকা দিয়ে নিলামে এয়ারওয়েভস কিনে নিয়েছে জিও। নেটওয়ার্ক তৈরির জন্য রিলায়েন্স জিও ২ লাখ কোটির লগ্নি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন মুকেশ আম্বানি। 

 

দীপাবলির সময়ই দেশের ৪ শহরে আত্মপ্রকাশ করতে চলেছে রিলায়েন্স জিও ৫জি। তারপর ধীরে ধীরে আরও শহরে ছড়িয়ে পড়বে এই পরিষেবা। 

মুকেশ আম্বানি জানান, আগামী ১৮ মাসের মধ্যে অর্থাৎ ২০২৩-এর ডিসেম্বরের মধ্য়ে দেশের সব শহর, সব তালুকে পৌঁছে যাবে জিও ৫জি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link