কেন্দ্রের সিদ্ধান্তে এক ধাক্কায় ৮৭% কমল ক্যানসারের ওষুধের দাম
এক ধাক্কায় ৮৭ শতাংশ কমে গেল ক্যানসারের ওষুধের দাম। সরকারের সিদ্ধান্তে দর কমল ৩৯০টি ওষুধের।
সরকারি দাম নিয়্ন্ত্রণের বাইরে ছিল ক্যানসারের ৩৯০টি ওষুধ। গত মাসে ৪২টি ওষুধের যৌগের দর নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় সরকার। তার সুফল পেলেন ক্যানসার রোগীরা।
গত ২৭ ফেব্রুয়ারি ক্যানসারের নিরাময়ের ৪২টি যৌগের ব্যবসায়িক মার্জিন ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় নিয়ামক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।
এর ফলে এক ধাক্কায় ৮৭ শতাংশ পর্যন্ত দাম কমেছে ৩৯০টি ক্যানসারের ওষুধের। অর্থাত্ ১০০ টাকা আগে দাম থাকলে এখন ওষুধের দাম ১৩ টাকা।
নয়া সিদ্ধান্ত কার্যকর হয়ে গিয়েছে ৮ মার্চ। এর ফলে ক্যানসার রোগীদের ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে দাবি সরকারের। উপকৃত হবেন ২২ লক্ষ ক্যানসার রোগী।
জানা গিয়েছে, পাঁচটি ব্র্যান্ডের ওষুধের দাম কমেছে প্রায় ৭০ শতাংশ। ১২টি ব্র্যান্ডের ওষুধের দাম কমেছে ৫০ থেকে ৭০%। ২৫ শতাংশ দাম কমেছে ৪৫টি ক্যানসারের ওষুধের।