সবরীমালা মন্দিরে জোর করে ঢোকার চেষ্টা, সমাজকর্মী রেহানা ফাতিমাকে ইসলাম থেকে বিতাড়ন
মহিলাদের অধিকারের দাবিতে সবরীমালা মন্দিরে ঢোকার চেষ্টা করেছিলেন রেহানা ফাতিমা। সেই ফাতিমার বিরুদ্ধে ব্যবস্থা নিল কেরলের মুসলিম জামাথ কাউন্সিল।
হিন্দু ভক্তদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে তাঁকে মুসলিম সম্প্রদায় থেকে বিতাড়ন করা হল বলে জানিয়েছে কাউন্সিল।
কেরলের মুসলিম জামাথ কাউন্সিলের সভাপতি এ পুনকুঞ্জু প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন, মুসলিম সম্প্রদায় থেকে তাঁকে বিতাড়ন করা হল। রেহানা ও তাঁর পরিবারের সদস্যদের মাহালুর সদস্যপদ খারিজ করার প্রস্তাব দেওয়া হয়েছে এর্নাকুলাম সেন্ট্রাল মুসলিম জামাথ।
কেন এই ব্যবস্থা নেওয়া হল? এ পুনকুঞ্জু জানান, হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন রেহানা ফাতিমা। 'কিস অব লভ' আন্দোলনেও দেখা গিয়েছিল তাঁকে। ওঁর মুসলিম সমাজে থাকার কোনও অধিকার নেই।
সবরীমালায় সববয়সী মহিলাদের প্রবেশাধিকারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও সেখানে চলছে বিক্ষোভ প্রদর্শন। মহিলাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করেন সমাজকর্মী রেহানা ফাতিমা।
শুক্রবার রেহানার বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। পথনামতিথা পুলিস থানায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে রেহানার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
বিএসএনএলের কর্মী ও দুই সন্তানের মা রেহানা ফাতিমা গতবছর নিজের স্তন দুটি তরমুজে ঢেকেছিলেন। কোঝিকোড়ে এক শিক্ষক মহিলাদের স্তনকে তরমুজের সঙ্গে তুলনা করায় প্রতিবাদ করেছিলেন ফতিমা।