অমলিন স্মৃতি, মৃত্যুর ২৮ বছর পর এখনও উজ্জ্বল Divya Bharti

Thu, 25 Feb 2021-3:15 pm,

মৃত্যুর পর কেটে গিয়েছে ২৮ বছর। মৃত্যুর পর ২৮ বছর কেটে গেলেও বলিউডে এখনও অমলিন দিব্যা ভারতীর স্মৃতি। ১৯৯০ সালে দক্ষিণী সিনেমা 'ববলি রাজা' দিয়ে অভিনয় জীবনে পা রাখেন দিব্যা। এরপর কয়েকটি দক্ষিণী ছবির পর বলিউডে পা রাখেন অভিনেত্রী। বি টাউনে পা রেখে হৃষি কাপুর, শাহরুখ খান, সানি দেওল, সুনীল শেট্টির মতো একের পর এক বড় মাপের অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করে ব্লকবস্টার উপহার দেন দিব্যা। অভিনয়ের মাঝে প্রযোজক সাজিদ নাদিয়াদওলাকে বিয়ে করার পর মাত্র ১৯ বছরেই মৃত্যু হয় দিব্যা ভারতীর। অভিনেত্রীর মৃত্যুর পর ২৮ বছর গেলেও এখনও অমলিন দিব্যার স্মৃতি। দেখুন..

১৯৯৩ সালে ক্ষত্রিয়-তে সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দিব্যা ভারতী 

বলিউডে পা রাখার পর সুনীল শেট্টির সঙ্গে পরপর ৩টি ছবিতে স্ক্রিন শেয়ার করেন দিব্যা ভারতী। ওই সময় বি টাউনের অন্যতম হিট জুটি ছিলেন সুনীল শেট্টি এবং দিব্যা ভারতী 

কর্তব্যতে সঞ্জয় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল দিব্য়া ভারতীর। ওই সিনেমার অর্ধেক শ্যুটের পর আচমকাই মৃত্যু হয় দিব্যার। ফলে কর্তব্যতে সঞ্জয় কাপুরের সঙ্গে দেখা যায় জুহি চাওলাকে। এই সিনেমা মুক্তি পায় ১৯৯৫ সালে 

পরিচালক রাজ কানওয়ারের দিওয়ানায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দিব্যা ভারতী 

১৯৯২ সালে দিওয়ানা-তে হৃষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দিব্যা ভারতী। এই সিনেমায় হৃষি কাপুর এবং দিব্যার সঙ্গে দেখা যায় শাহরুখ খানকেও

পরিচালক ডেভিড ধাওয়ানের শোলা অউর শবনম-এ দিব্যা ভারতীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন গোবিন্দা। ১৯৯২ সালে বক্স অফিসে তুমুল সাফল্য পায় এই ছবি 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link