শচীনকর্তার জীবনের এই আশ্চর্য সব ঘটনা আপনি হয়তো আজও জানেন না...

Soumitra Sen Sun, 01 Oct 2023-6:13 pm,

শচীনদেব বর্মণের প্রথম রেকর্ড বেরোয় হিন্দুস্থান রেকর্ড থেকে, ১৯৩২ সালে। 

রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে উদ্বোধন হওয়া বেঙ্গল মিউজিক কনফারেন্সে ঠুংরি গেয়ে গোল্ড মেডেল জিতেছিলেন শচীন, সেটা ছিল ১৯৩৪ সাল। 

 

১৯৪৪ সালে শচীনদেব মুম্বই (বম্বে) আসেন। তবে ঠিকঠাক সাফল্য পেতে তাঁকে তিন বছর অপেক্ষা করতে হয়। ১৯৪৭ সালে 'দো ভাই' ছবিতে গীতা দত্তের গাওয়া 'মেরা সুন্দর সপনা বিত গ্যয়া' শচীনদেবের কেরিয়ারের প্রথম বড় হিট। 

শুধু মিউজিক কম্পোজিংয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি শচীনদেব। পাশাপাশি ১৩টি বাংলা ও ১৪টি হিন্দি ছবিতে প্লে ব্যাকও করেন তিনি।

শচীনদেব বর্মণ ত্রিপুরার রাজপরিবারের ছেলে ছিলেন। তাঁর বাবা ছিলেন নবদ্বীপচন্দ্র দেব বর্মণ। তাঁর মা-ও ছিলেন রাজপরিবারের মেয়ে। তিনি মণিপুরের মেয়ে। 

কাজী নজরুল ইসলাম ছিলেন শচীনদেবদের আত্মীয়। শচীনদেব নজরুলের চারটি গানও রেকর্ড করেছিলেন। 

হিন্দি ও বাংলা মিলিয়ে ১০০টির বেশি ছবিতে প্রায় ৭০০-র মতো গান তিনি তৈরি করেছেন!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link