EXPLAINED | Replacing Rohit Sharma As Captain: `ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ`, অস্ট্রেলিয়ায় নতুন অধিনায়ক! রোহিতের বদলে কে?

Thu, 07 Nov 2024-3:27 pm,
IND VS NZ

এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ও অধিনায়কত্ব!

 

Replacing Rohit Sharma As Captain

অধিনায়ক রোহিত শর্মা নিজে মুখে স্বীকার করেছে যে, পুরো সিরিজে তিনি বাজে খেলেছেন। খারাপ অধিনায়কত্বও করেছেন। আর এরপরেই শুরু হয়েছে অধিনায়ক বদলের আলোচনা। এও শোনা যাচ্ছে যে, বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিত যদি ভালো পারফর্ম করতে না পারেন, তাহলে তিনি নাকি টেস্ট অবসরও নিতে পারেন! ময়দানের হট টপিক এখন এটাই।

 

 IND vs AUS

২২ নভেম্বর থেকে শুরু মহাযুদ্ধ। অজিদের বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। শোনা যাচ্ছে ব্যক্তিগত কারণে নাকি রোহিত প্রথম টেস্ট, এমনকী দ্বিতীয় টেস্টও নাও খেলতে পারেন ক্য়াঙারুর দেশে। এক স্পোর্টস ওয়েবসাইটে এই বিষয়ে মুখ খুলেছেন সুনীল গাভাসকর।

 

ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি বলেন, 'আমরা শুনছি যে, রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবেন না, সম্ভবত দ্বিতীয় টেস্টেও খেলবেন না। যদি এমন হয়, তাহলে আমি বলছি, এখনই ভারতীয় নির্বাচক কমিটির বলা উচিত যে, 'আপনাকে যদি বিশ্রাম নিতে হয়, তাহলে আপনি নিন। ব্যক্তিগত কারণগুলি মেটান। কিন্তু আপনি যদি সিরিজের দুই-তৃতীয়াংশ ম্যাচেই অনুপস্থিত থাকেন, তাহলে শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবেই অস্ট্রেলিয়া সফরে যাওয়া উচিত্‍। আমরা সহ-অধিনায়ককে অধিনায়ক করে দেব।' ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি নিউজিল্যান্ড সিরিজ ৩-০ জিততাম, তাহলে ব্যাপারটা অন্যরকম হত। উল্টে আমরা সিরিজটি ওই ব্য়বধানে হেরেছি। তাই একজন অধিনায়কের প্রয়োজন আছে। অধিনায়কই দলকে একত্রিত করবে। শুরুতে অধিনায়কত্ব করতে না পারলে অন্য কাউকে অধিনায়ক করাই ভালো।'

'আমি সানির সাথে একেবারেই সহমত নই। রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। এই কারণে যদি তাঁর বাড়িতে থাকার প্রয়োজন হয়, তাহলে সে থাকবে। এটি এক সুন্দর মুহূর্ত। সেই বিষয়ে তার যতটা সময় নেওয়ার দরকার, সে নিক!'

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) , আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link