আমফান বিধ্বস্ত শহরে শুরু হল রিপ্লান্টেশন, ওষুধ প্রয়োগ করে পুনরায় বাঁচিয়ে তোলা হবে গাছ
সুকান্ত মুখোপাধ্যায়: ওষুধ প্রয়োগে করেই কোন গাছকে ফের বাঁচিয়ে তোলা যাবে তা বাছাই হয়ে গিয়েছিল আগেই। রবিবার পুনর্জন্মের আশায় ওষুধ প্রয়োগ করা হল সেইসব গাছে।
রিপ্লান্টেশন। একটা গাছকে নবজন্ম দেওয়া। কাজটা একেবারেই সহজ নয়। দীর্ঘ একটা প্রক্রিয়া। আমফান গোটা শহরটাকে লন্ডভন্ড করে দেওয়ার পর থেকেই কাজে নেমে পড়েন গাছ পাগল একদল তরুণ-তরুণী।
প্রথমে নানা এলাকায় ঘুরে ঘুরে খোঁজা হয় এমন সব গাছ, যেগুলি বাঁচানো সম্ভব অর্থাত্ শিকড়ের সঙ্গে মাটির যোগ রয়েছে।
শনিবার শিকড় থেকে ৪-৫ ফুট উঁচু পর্যন্ত অংশ কেটে ফেলা হয়। এরপর গাছ পোঁতার জন্য খোঁড়া হয় আরও গভীর গর্ত। রবিবার শিকড়ের অংশে নতুন করে ওষুধ লাগানো হয়। দেওয়া হয় সার।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণভাবে গাছ যত সময়ে বড় হয়, তার থেকে এধরণের গাছ আরও তর তর করে বাড়ে। ১৪ থেকে ১৫ দিনের মধ্যেই নতুন পাতা গজায় নবজন্ম পাওয়া গাছে।