প্যারিস নাকি চিনের! এই শহর দেখলে আপনিও তাই বলবেন
‘টুকলি’তে বিশ্ব সেরা চিন। এই ছবিগুলো দেখলে হয়ত এই শিরোনাম নিয়ে কোনও সংশয় থাকবে না। কেন?
গোটা প্যারিসকেই নকল করে একটি শহর বানিয়ে ফেলেছে চিন। চিনের তিয়ানদুংচেং-য়ে গেলে মনে হবে আপনি প্যারিসে চলে এসেছেন। চিনারা তো এভাবে দুধের স্বাদ ঘোলে মেটায় প্যারিস ভ্রমণ করে।
প্যারিসে যেমন সবচেয়ে উল্লেখযোগ্য মনুমেন্ট আইফেল টাওয়ার, এখানেও অবিকল আইফেল টাওয়ার বানানো হয়েছে। রাতে এই টাওয়ারের মাধুর্য কিন্তু কম নয়।
প্রতিদিন এই শহরে পর্যটকদের ভিড় উপচে পড়ে। ১০ হাজার মানুষের বাস এই শহরে জীবনযাপন চলে একেবারে ইউরোপীয় স্টাইলে।
চিনের হাংঝাউ প্রদেশের এই শহরকে ইউরোপীয় স্টাইলে সাজানো হয় ২০০৭ সালে। ইউরোপের ভবন, রাস্তাঘাট, সৌধ হুবুহু নকল করে বানানো হয়েছে।
প্যারিসের আইফেল টাওয়ারের এক তৃতীয়াংশ উচ্চতা চিনের এই আইফেল টাওয়ারের।
৩৫৪ ফুট উচ্চতার চিনা আইফেল টাওয়ারের। যেখানে আসল আইফেল টাওয়ারের উচ্চতা ১০৬৩ ফুট।
এই শহর চিনে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এখন প্রায় ৩০ হাজার মানুষ বাস করে এখানে।
তিয়ানদুংচেং-য়ে ইউরোপীয় নানা সৌধের মধ্যে আইফেল টাওয়ারই মূল আকর্ষণ পর্যটকদের।