Shivangi Singh: প্রজাতন্ত্র দিবসে IAF-র ট্য়াবলোয় নজর কাড়লেন রাফাল জেটের এই মহিলা পাইলট

Wed, 26 Jan 2022-1:28 pm,

প্রজাতন্ত্র দিবসে ফ্লাইপাস্টে নজর কাড়ল বায়ু সেনা।  এবার প্রজাতন্ত্র দিবসের অংশ নিয়েছিল বায়ুসেনার ৭৫ বিমান। 

ফ্লাইপাস্ট ছাড়াও প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেয় বায়ুসেনবার একটি ট্য়াবলোও। এই ট্য়াবলোর ফোকাস ছিল ভারতে তৈরি তেজস ফাইটার জেট ও রাফাল যুদ্ধবিমান।

বায়ুসেনার ট্যাবলোয় এবার নজর কাড়লেন রাফাল ফাইটার জেটের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী সিং। বায়ুসেনার ট্য়াবলোয় এবার অংশ নিয়েছিলেন ২ মহিলা পাইলট। তার মধ্য়ে শিবাঙ্গী অন্যতম। গত বছর বায়ুসেনার ট্য়াবলোয় অংশ নিয়েছিলেন ফ্লাইট লেফটেন্য়ান্ট ভাবনা কান্ত।

 

এবার বায়ুসেনার ট্য়াবলোর থিম ছিল 'ভবিষ্যতকে বদলে দিচ্ছে বায়ুসেনা'। ট্য়াবলোয় অংশ নেয় এলসিএইচ হেলিকপ্টার, থ্রিডি সার্বেলেন্স রেডার Aslesha MK-1-সহ আরও অনেক যুদ্ধাস্ত্র।

বারাণসীর বাসিন্দা শিবাঙ্গী বায়ুসেনায় যোগ দেন ২০১৭ সালে।  বায়ুসেনার মহিলার পাইলটদের দ্বিতীয় ব্য়াচে স্থান পান শিবাঙ্গী। রাফাল ওড়ানোর আগে শিবাঙ্গী উড়িয়েছেন মিড-২১ বাইসন ফাইটার জেট। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link