পাচারের সময়ে উদ্ধার ঐতিহাসিক ৫০ কোটি টাকার মূর্তি, হাত ফস্কালো পাচারকারী দল
সুকান্ত মুখোপাধ্যায়: সেনগুপ্ত বংশের প্রায় এগারোশো শতাব্দী প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে শিলিগুড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে, শিলিগুড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার ভেতরে একটি গ্রাম থেকে ছোট চার চাকার গাড়ি থেকে মূর্তি গুলোকে উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা।
মূর্তি বাজেয়াপ্ত করতে পারলেও পাচাকারীদের আটক করা যায়নি। মোট ছয়টি মূর্তি উদ্ধার করা হয়েছে, যার মধ্যে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং বুদ্ধ মূর্তি আছে বলেও জানা গিয়েছে। এর আগে এতগুলো প্রাচীন মূর্তি উদ্ধার হয়নি।
খড় এবং পেপার দিয়ে প্যাকিং করা ছিল মূর্তিগুলি, যার বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি টাকা। মূর্তিগুলোকে গবেষণা এবং রক্ষণা-বেক্ষণের জন্য তুলে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হাতে। সঠিক গবেষণা করে তা সংরক্ষণের জন্য রাখা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে।
৬টি মূর্তির স্থান-কাল-পাত্র নিয়ে গবেষণার দায়ভার এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের হাতে, তবে মূর্তিগুলো কে বা কারা কোথায় পাচার করছিল এবং কোথা থেকে এগুলোকে আনা হল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, ভুটানে যাওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জয়গাঁও বর্ডার থেকে উদ্ধার হয় মূর্তিটি।