শুশুক উদ্ধারে এবার জল-অ্যাম্বুল্যান্স

Wed, 08 Jul 2020-9:49 pm,

মৌপিয়া নন্দী: অজয় ও গঙ্গার অববাহিকায় বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীর বাস । যার মধ্যে রয়েছে বেশ কিছু বিপন্ন প্রজাতির প্রাণীও। রয়েছে বিপন্ন প্রজাতির গ্যাঞ্জেটিক ডলফিনও।  

কাটোয়ার কাছে সাকাইঘাটে ৪ টি শাবক-সহ ১১ টি গাঙ্গেয় শুশুক আছে। পাটুলি ঘাট থেকে কল্যাণপুর ঘাটের মধ্যে রয়েছে আরও অন্তত ৩০-৩২ টি শুশুক। এই জীববৈচিত্র্যকে বাঁচাতে উদ্যোগী বন দফতর। 

জনসচেতনতা বাড়ানোর জন্য ততপর বন দফতর। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে হল তার সূচনা। নদীবক্ষে টহল ও অসুস্থ জলজ প্রাণী উদ্ধারে অজয় গঙ্গা নামে আধুনিক জলযানের ফ্ল্যাগ অফ করলেন বনমন্ত্রী। 

উপস্থিত ছিলেন প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা।এর পাশাপাশি লোকালয়ে বণ্যপ্রাণী হানা দিলে যাতে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই লক্ষ্যে পথে নামল অত্যাধুনিক গাড়ি ঐরাবত। 

এই অত্যাধুনিক গাড়িতে রয়েছে  বণ্যপ্রাণী ধরা ও তার চিকিত্সার যাবতীয় সামগ্রী। এর আগেও বেশ কয়েকটি ঐরাবত উত্তর ও দক্ষিণ বঙ্গে পথে নামান হয়েছে। মানুষ-বণ্যপ্রাণ সংঘাত এড়াতে অন্যতম কার্যকরী এই ইউটিলিটি ভেহিকল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link