বেআইনি ভাবে তৈরি হয়েছে চন্দ্রবাবুর বাড়ি, ভেঙে ফেলার নোটিস জগন সরকারের
রাজপাট হারানোর পর এবার বাসস্থানটাও হাতছাড়া হচ্ছে চন্দ্রবাবু নাইডুর। অমরাবতীতে তিনি যে ঘরে থাকেন সেটি বেআইনি। ভেঙে ফেলা হবে বাড়িটি। ফলে চন্দ্রবাবুকে বাড়িটি খালি করে দিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
অন্ধ্র্প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন থাকেন অমরাবতীর কৃষ্ণা রিভারসাইড আবাসনে। ওই আবাসনটি তৈরি হয়েছে বেআইনিভাবে। ফলে সেটিকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে জগনমোহন রেড্ডি সরকার।
কয়েকদিন আগেই ওই আবাসনে গিয়েছিলেন সরকারি আধিকারিকরা। বাড়ি ভাঙার নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই আবাসনের গেটে।
উল্লেখ্য, ওই আবাসনটির মালিক রাজ্যের নামী নির্মাণ সংস্থা লিঙ্গমানেনি এস্টেট প্রাইভেট লিমিটেড। ওই সংস্থায় সঙ্গে চন্দ্রবাবু নাইডুর সম্পর্ক অত্যন্ত ভালো।
বাড়ি ভাঙা ঠেকানো যাবে না দেখে টিডিপি প্রধানের জন্য অন্য বাড়ি দেখা শুরু করে দিয়েছেন দলের নেতারা।
প্রসঙ্গত, ২ দিন আগেই অমরাবতীতেই প্রজা বেদীকা নামে একটি সরকারি ভবন ভেঙে দিয়েছে রাজ্য সরকার।