Albopictus Mosquito: আতঙ্ক কলকাতায়! ১৯৫০-এর মশা ছড়াচ্ছে জিকা-চিকুনগুনিয়া-ডেঙ্গি...

Soumitra Sen Sat, 03 Aug 2024-5:25 pm,

একটাই ভরসা। এডিস ঈজিপ্টাই-য়ের থেকে একটু আলাদা এই মশা। অ্যালবোপিক্টাস সাধারণত গ্রাম্য পরিবেশ, ঝোপঝাড় পছন্দ করে। 

১৯৫০ সাল নাগাদ এই মশাটিকে কলকাতায় দেখা গিয়েছিল। সে ছড়িয়েছিল ডেঙ্গির বীজাণুও! তখন না-হয় কলকাতা ছিল অনেকটাই গ্রাম্য-পরিবেশময়। গাছপালা ঝোপঝাড় কম ছিল না!

কিন্তু এত বছর বাদে সেই 'এডিস অ্যালবোপিক্টাস' ফিরে এল কলকাতায়, এই ২০২৪ সালে? ভয়ংকর রকম নাগরিক এই কলকাতায় এখন সেই অর্থে গাছপালা ঝোপঝাড় কোথায়?

জানা গিয়েছে, ডেঙ্গির ভাইরাস বহন করে চলা এই মশা এখন যথেষ্ট ভীতি-জাগানো পরিস্থিতি তৈরি করেছে শহরে।

এই মশাটি শুধু যে ডেঙ্গিই ছড়ায় তা নয়, জিকা বা চিকুনগুনিয়াও ঘটায়। 

কীভাবে প্রতিরোধ করা হচ্ছে নবোদ্ভাবিত এই সংকটের? দেখা যাচ্ছে, সাধারণত বর্ধিত কলকাতাতেই বেশি ছড়িয়ে পড়ছে অ্যালবোপিক্টাস। কলকাতা পুরসভা জানিয়েছে, আবর্জনা ময়লা জঞ্জাল ঝোপঝাড় সবই পরিষ্কার করা হচ্ছে। দেখা হচ্ছে, যাতে এই মশা রোগ বেশি ছড়াবার সুযোগ না পায়! 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link